HomeSports NewsT20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়াচ্ছেন ভারতীয় পেসাররা

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়াচ্ছেন ভারতীয় পেসাররা

- Advertisement -

আইপিএল ২০২৪ শেষ হওয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কুড়ি বিশের বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দল গঠন করার ব্যাপারে বোর্ড কর্তারা দ্রুত বৈঠকে বসতে পারেন। তার আগে চিন্তায় রাখছে ভারতীয় পেস বোলারদের প্রচুর রান দেওয়ার প্রবণতা। জসপ্রীত বুমরাহ ছাড়া এবারের আইপিএল-এ আরও কোনও ভারতীয় পেস বোলার ধারাবাহিকভাবে নজর কাড়তে পারছেন না।

টি২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড কেমন হবে সেটা এখনও জানা নেই। তবে ব্যাটাররা রান পাচ্ছেন। আসন্ন বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার অধিনায়ক হবেন রোহিত শর্মা। তিনি রানের মধ্যে রয়েছেন। স্কোয়াডে থাকতে পারেন বিরাট কোহলি। তিনি এবারের আইপিএল-এর বেশিরভাগ ম্যাচে ভালো রান করেছেন। এছাড়া সম্প্রতি সময়ে জাতীয় দলের হয়ে খেলা বেশিরভাগ ব্যাটাসম্যান আইপিএল ২০২৪-এ রান পাচ্ছেন।

   

ভারতীয় স্পিনাররাও মোটের ওপর ফর্মে রয়েছেন। কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারা বল হাতে নিজ নিজ দলের হয়ে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। অক্ষর, জাদেজা ব্যাট হাতেও দক্ষ।

প্রশ্ন থাকছে ভারতের পেস অ্যাটাক নিয়ে। মহম্মদ শামি মাঠের বাইরে। একা বুমরাহকে দিয়ে কুড়ি ওভার বল করানো সম্ভব নয়। তাহলে বুমরাহ ছাড়া টি২০ বিশ্বকাপ স্কোয়াডে আর কোন ভারতীয় পেস বোলার জায়গা পেতে পারেন? বুমরাহ ৬.৩৭ এর ইকোনমি রেটে আট ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ আরসিবির হয়ে সাত ম্যাচে ১০.৩৪ ইকোনমি রেটে নিয়েছেন পাঁচ উইকেট। পাঞ্জাব কিংসের হয়ে খেলা আর্শদীপ সিং আট ম্যাচে ৯.৪০ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুকেশ কুমার পাঁচ উইকেট নিলেও তাঁর ইকোনমি রেট ১০.৩৪। আভেশ খান আট ম্যাচে আট উইকেট নিলেও তাঁর ইকোনমি রেট ৯.৪১।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular