অলিম্পিকের আগেই বড় ইভেন্ট আয়োজনের পথে ভারত? ছাড়পত্র দিল মোদী সরকার

সব ঠিক থাকলে ২০ বছর পর আবার ভারতের (India) মাটিতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের (2030 Commonwealth Games) আসর। কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের…

Indian Olympic Association formally approves India to submit bid to host 2030 Commonwealth Games amid Olympic hopes

সব ঠিক থাকলে ২০ বছর পর আবার ভারতের (India) মাটিতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের (2030 Commonwealth Games) আসর। কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ভারত এখন ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের অন্যতম দাবিদার। চূড়ান্ত দরপত্র জমা দিতে হবে ৩১ আগস্টের মধ্যে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে এই বছরের নভেম্বর মাসে।

২০২৬ সালের গেমসের দায়িত্ব ছেড়েছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। আর্থিক কারণে ২০৩০ সালের আয়োজক দেশ কানাডাও সরে দাঁড়িয়েছে। ফলে কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে ভারতের এগিয়ে আসা কমনওয়েলথ স্পোর্টস ফেডারেশনের কাছে স্বস্তিদায়ক।

   

ভারতের তরফে প্রস্তাবিত আয়োজক শহর হল আহমেদাবাদ। ইতিমধ্যেই শহরের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। অ্যাথলেটস্‌ ভিলেজ থেকে শুরু করে স্টেডিয়াম, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা সব দিকেই নজর দেওয়া হচ্ছে। গোটা উদ্যোগটি সরাসরি তদারকি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই সূত্রের খবর।

কমনওয়েলথ স্পোর্টসের গেমস ডিরেক্টর ডারেন হলের নেতৃত্বে একটি দল সম্প্রতি আহমেদাবাদ ঘুরে গিয়েছেন। তাঁরা পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি গুজরাট সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন। চলতি মাসের শেষেই আরেকটি বড় প্রতিনিধিদল ভারত সফরে আসবে বলে জানা গিয়েছে।

আইওএ যুগ্ম সচিব কল্যাণ চৌবে জানিয়েছেন, “কমনওয়েলথ গেমস আয়োজনের পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা জমা দিতে চলেছি। কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত পেয়েছি। এবার দ্রুত কাজ শুরু করা হবে।” কর্মসমিতির আরেক সদস্য রোহিত রাজপাল জানিয়েছেন, “আমরা চাই ২০৩০ সালের গেমসটি পূর্ণাঙ্গ এবং ঐতিহ্যবাহী হোক। ভারতের স্বদেশি খেলা যেমন কবাডি, খো খো, শুটিং, কুস্তি, তিরন্দাজি ইত্যাদি যেন গেমসের অন্তর্ভুক্ত হয়।”

India to submit bid to host 2030 Commonwealth Games amid Olympic hopes
India to submit bid to host 2030 Commonwealth Games amid Olympic hopes

উল্লেখ্য, ২০২৬ সালের গেমস থেকে শুটিং, হকি, কুস্তি, ব্যাডমিন্টনের মতো খেলাগুলি বাদ পড়েছে, যেখানে ভারত নিয়মিত পদক জেতে। ২০৩০ সালের গেমসে আয়োজক দেশ হিসেবে ভারত সেই খেলাগুলি অন্তর্ভুক্ত করতে পারবে, ফলে পদক সম্ভাবনাও অনেকটাই বাড়বে।

Advertisements

ভারত এর আগে একমাত্র ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। তবে সেবার খেলাধুলোর চেয়ে বেশি শিরোনামে ছিল অব্যবস্থা ও আর্থিক দুর্নীতি। অ্যাথলিটস্‌ ভিলেজের বিলম্ব, বাজেট বৃদ্ধি এবং নিরাপত্তাজনিত সমস্যা সেই সময়ের গেমসের ভাবমূর্তিকে নষ্ট করেছিল। আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কলমডি-সহ একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছিল দুর্নীতির দায়ে।

তবে এবার আগেভাগে প্রস্তুতি শুরু করে এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ে কাজ করে ভারত চাইছে অতীতের সেই ত্রুটি যেন আর না হয়। গেমস সফলভাবে আয়োজনের মাধ্যমে ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমসের দাবিদার হিসেবেও নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।

কমনওয়েলথ স্পোর্টসের জেনারেল অ্যাসেম্বলি নভেম্বর মাসে আয়োজক দেশের নাম ঘোষণা করবে। ভারত ছাড়াও নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা আয়োজক হওয়ার দৌড়ে রয়েছে। তবে কানাডার সরে দাঁড়ানো এবং ভারতের জোরালো প্রস্তুতির কারণে আয়োজক হওয়ার দৌড়ে ভারতের সম্ভাবনা প্রবল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Indian Olympic Association formally approves India to submit bid to host 2030 Commonwealth Games amid Olympic hopes