এশিয়ান গেমস খেলতে যাওয়া নিয়ে সমস্যায় একাধিক ভারতীয় ফুটবলার

Indian Football

এশিয়ান গেমস (Asian Games) নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক সমস্যা দেখা দিয়েছে ফেডারেশনের অন্দরে। প্রথমদিকে জাতীয় শিবিরে খেলোয়াড় ছাড়া নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। তবে বর্তমানে সেই সমস্যার কিছুটা সমাধান ঘটলে যাওয়ার ছাড়পত্র পাওয়া নিয়ে দেখা দিয়েছে নয়া সমস্যা। পরবর্তীতে রাজের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে খেলোয়াড়দের ছাড়ার সম্মতি মেলে।

এমনকি একটি সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আবেদন করতে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচকে। পরবর্তীতে সমস্ত কিছু মিটিয়ে খেলোয়াড়দের ছাড়তে রাজি করানো হলেও এবার বিদেশে যাওয়ার ছাড়পত্র পাওয়া নিয়ে দেখা দিয়েছে নয়া সমস্যা।

   

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বিকেলের মধ্যে চীন পৌঁছানোর কথা ছিল ব্লু টাইগার্সদের। কিন্তু বহু সময় পরেও বিদেশে যাওয়ার ছাড়পত্র পায়নি বহু তারকা। যাদের মধ্যে লালচুংনুঙ্গা থেকে শুরু করে নাম ছিল দীপক টাংড়ি, ও চিঙ্গেলসানার মতো একাধিক ফুটবলারদের। প্রথম ভারতের খেলতে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল বিভ্রাট।

পরবর্তীতে তা মিটে গেলে, ক্লাব গুলি থেকে ফুটবলারদের ছাড়া নিয়ে দেখা দেয় সমস্যা। বর্তমানে তা ও মিটে গিয়েছে। তবে যাতায়াত নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশন সভাপতি বলেন, খেলোয়াড়দের নিয়ে যে নামের তালিকা পাঠাতে হত তার শেষ তারিখ ছিল গত ৩১ জুলাই। তাই যাদের কাছে অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তাদের কোনো সমস্যা হবে না।

কিন্তু যাদের কার্ড আসেনি তাদের পক্ষে এখনি সেখানে যাওয়া কোনোরকম ভাবেই সম্ভব নয়। নাহলে চীনে প্রবেশ করলেও কার্ডের সমস্যা থাকায় হ্যাংঝুর এশিয়ান গেমসের ভিলেজে প্রবেশ করতে পারবেন না তাদের কেউ। যা শুনে হতাশ সকলেই। তবে যতদূর জানা গিয়েছে, রবিবার রাতের মধ্যেই কার্ড প্রাপ্ত ফুটবলারদের সঙ্গে তাদের পাঠানোর চেষ্টা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন