Asian Games: চিনের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে কী ভাবছেন ভারতীয় দলের কোচ?

আজ বিকেলেই চিনের হাংঝাউতে এশিয়ান গেমসের (Asian Games) প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে আয়োজক দেশ চিনের…

Coach Igor Stimac

আজ বিকেলেই চিনের হাংঝাউতে এশিয়ান গেমসের (Asian Games) প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে আয়োজক দেশ চিনের বিপক্ষে। কিছুদিন আগেই অনূর্ধ্ব ২৩ এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারে এই দেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে।

গোটা ম্যাচ দাপিয়ে খেললেও শেষ মুহূর্তের খাওয়া গোলে পরাজিত হতে হয়েছিল তাদের। তবে আজ সুযোগ বুঝে বদলা নেওয়াই একমাত্র লক্ষ্য ব্লু টাইগার্সদের। তবে বর্তমানে ভারতীয় দলের যা পরিস্থিতি সেই নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন সকলেই। এক্ষেত্রে দলের জন্য খেলোয়াড়দের পাওয়ার পাশাপাশি চিন পৌঁছোনো নিয়েও দেখা দিয়েছিল একাধিক সমস্যা।

আসলে ম্যাচের ঠিক একদিন আগে গেমস ভিলেজে এসে পৌঁছেছে ভারতীয় দল। যারফলে, বিশ্রামের পাশাপাশি অনুশীলনের ও যথেষ্ট অভাব দেখা দিয়েছে দলের মধ্যে। তবে সুনীল ছেত্রী থেকে শুরু করে চিঙ্গেলসানার মতো ফুটবলার এই দলে থাকলেও আদৌও ম্যাচ ফিট হয়ে কতটা খেলতে পারবেন দলের জন্য তা নিয়ে রীতিমতো রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে, দলের সঙ্গে আশা তারকা ফুটবলার দীপক টাংড়ির চোট সেরে গেলেও এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি তিনি। তাই প্রথম একাদশ সাজাতে গিয়ে রীতিমতো হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি ভারতীয় হেড কোচের।

Advertisements

এই পরিস্থিতিতে গোলকিপার গুরমিত সিংকে তিন কাঠিতে রাখা হলেও দলের রক্ষনভাগে কিছুটা হলেও বদল আনতে পারেন তিনি। অমরজিতের পাশাপাশি সুমিত রাঠি আগের মতো থাকলেও প্রথম একাদশে সুযোগ পেতে পারেন দীপক টাংড়ি। সেইসাথে মাঝমাঠের কথা মাথায় রেখে আয়ুষ ছেত্রী থেকে শুরু করে রাহুল কেপিকে দেওয়া হতে পারে দায়িত্ব। এবং দলের আক্রমণভাগের জন্য আজ বাড়তি দায়িত্ব পেতে পারেন রহিম আলি ও রোহিত দানুরা। অর্থাৎ সিনিয়র ফুটবলারদের রিজার্ভে রেখেই প্রথম একাদশ সাজাতে পারে ভারতীয় দল।