ইউরোপের ফুটবলারদের দিকে বাড়তি নজর কেরালার

এবছর শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে আইএসএল থেকে ছিটকে গিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা হতাশ করেছিল দলের সমর্থকদের। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে…

Kerala Blasters fan girl

এবছর শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে আইএসএল থেকে ছিটকে গিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা হতাশ করেছিল দলের সমর্থকদের। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেজন্য, মরশুম শেষে নিজেদের সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানায় এই ক্লাব।

বেশ কিছু সিজনে এই কোচের তত্ত্বাবধানেই লড়াই করেছিল কেরালা। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। তবে এবার সবকিছু খতিয়ে দেখেই সুইডিশ কোচের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তাই মিকেল স্টেহরের তত্ত্বাবধানে নতুন সিজন থেকে লড়াই করবে কেরালা।

   

কিন্তু শেষ কয়েক বছর সেভাবে সফলতা না এলেও এবার তার উপরেই ভরসা দক্ষিণের এই ফুটবল ক্লাবের। বলতে গেলে এই সুইডিশ কোচের হাত ধরেই প্রথম ট্রফি জেতার স্বপ্ন দেখছে দক্ষিনের এই ফুটবল ক্লাব। তাই কোচের নির্দেশ মেনে একাধিক দেশি ও বিদেশী ফুটবলারদের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে ম্যানেজমেন্ট। পূর্বে শোনা গিয়েছিল মেলবোর্ন সিটির এক ফুটবলারের কথা। যদিও সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি। যারফলে, কথাবার্তা আর এগোয়নি সেই তারকার সঙ্গে। বর্তমানে নাকি এক সুইডিশ ফুটবলারের দিকে বাড়তি নজর রয়েছে কেরালার।

কিন্তু সেখানেই শেষ নয়। এবার উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে, নয়া সিজনের দল গঠনের ক্ষেত্রে নাকি ইউরোপীয় ফুটবলারদের দিকে বাড়তি নজর রয়েছে মিকেল স্টেহরের ফুটবল ক্লাবের। মূলত মাঝমাঠের শক্তি বাড়াতে নাকি ইউরোপীয় মিডফিল্ডারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে দলের নয়া ফুটবলারের নাম।