Mohun Bagan: নয়া চমক, সবুজ-মেরুনে আসছেন সুনীল ছেত্রী

এবার মোহনবাগানে (Mohun Bagan) আসতে চলেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। শুনতে অবাক লাগছে?

India captain Sunil Chhetri

এবার মোহনবাগানে (Mohun Bagan) আসতে চলেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। শুনতে অবাক লাগছে? তবে এটাই সত্যি হতে চলেছে এবার। গত কয়েকমাস ধরে ভারতীয় ফুটবল দলের জার্সিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ এমনকি বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট ও জিতেছে ভারতীয় ফুটবল দল। যা দেখে খুশি আপামর ভারতীয় ফুটবলপ্রেমী মানুষ।

বর্তমানে ক্লাব ফুটবলের মরশুম শুরু হওয়ার দরুণ নিজেদের গন্তব্যে ফিরে গিয়েছেন দলের ফুটবলাররা। তবে সেপ্টেম্বরে ফের আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তুতি নেবেন সকলে। তার আগেই এবার কলকাতায় পা রাখতে চলেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। তবে বল পায়ে মাঠে খেলার জন্য নয়। এবারের মোহনবাগান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা নিয়েই শহরে আসতে চলেছেন ছেত্রী। ক্লাবের পরিকল্পনা অনুযায়ী এবার টানা দুই দিনব্যাপী অনুষ্ঠান হতে চলেছে সবুজ-মেরুন তাঁবুতে। অর্থাৎ ২৯ জুলাইয়ের পাশাপাশি ৩০ জুলাই ও

   

এবার থাকছে নানাবিধ অনুষ্ঠান। সেকথা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল সবুজ-মেরুন কর্তাদের তরফ থেকে। তাদের বক্তব্য অনুযায়ী আগামী ২৯ জুলাই মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হবে দলের প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রদশর্নী ম্যাচ। দ্বিতীয় দিন মোহনবাগান রত্ন প্রদান করার পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এবার মোহনবাগান রত্ন প্রদান করা হবে ময়দানের প্রাক্তন তারকা গৌতম সরকারকে। তবে ২৯ জুলাই শুধুমাত্র প্রদর্শনী ফুটবল ম্যাচই নয়, থাকছে আরেকটি চমক।

আসলে সেইদিন বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটের মাথায় ক্লাব তাঁবুতে ময়দানের আরেক কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী “ষোলআনা বাবলুর” উদ্বোধন হবে। যেটি করবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুনের অন্দরে। যতদূর জানা গিয়েছে, বিকেলে কিছুক্ষণ ক্লাবে থেকে রাতেই শহর ছেড়ে বেঙ্গালুরু উড়ে যাবেন ছেত্রী। এই তারকা ফুটবলারের আসার খবর কানে আসতেই মোহনবাগান দিবস নিয়ে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে।