Asian Games: ভারতীয় দল নিয়ে বিষ্ফোরক ছেত্রী, কী বললেন তিনি ?

Sunil Chhetri leading Indian Football Team in a match

এবারের এশিয়ান গেমসে (Asian Games) একেবারে তথৈবচ অবস্থা ব্লু টাইগার্সদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের সাথে তুল্যমূল্য লড়াই দিলেও শেষ পর্যন্ত ১-৫ গোলে পরাজিত হতে হয় ভারতীয় ফুটবল দলকে। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষের মধ্যে।

তবে গতকাল, বৃহস্পতিবার সুনীল ছেত্রীর একমাত্র গোলে বাংলাদেশ দলকে পরাজিত করার পর নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে ভারত। এই জয়ের ফলে দেশীয় সমর্থকদের মধ্যে কিছুটা উচ্ছাস দেখা গেলেও দলের ফুটবলারদের পারফরম্যান্সে খুব একটা খুশি নন ভারতীয় দলের অধিনায়ক। যা শুনে অবাক হয়েছেন অনেকেই। কিন্তু হঠাৎ কেন ক্ষুব্ধ হলেন ছেত্রী?

   

পরবর্তী সময়ে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের বর্তমান পারফরম্যান্স খুবই হতাশাজনক। আরও বেশকিছু ক্ষেত্রে উন্নতি করতে হত। দুই উইং আরও ভালো খেলতে পারত। পাশাপাশি ফাইনাল থার্ডে গিয়ে আরও বেশি করে নিজেদের মধ্যে পাস খেলা উচিত ছিল। তবে শেষ পর্যন্ত জয় পাওয়াই মূল কথা। তবে খুব অল্প দিনের মধ্যে আমাদের অনেক গুলো ম্যাচ খেলতে হবে। যার জন্য ভালো প্রস্তুতি জরুরী। পাশাপাশি দলের অনুশীলন নিয়ে ও একেবারে ঠোঁট কাটা থাকলেন ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, দলের অনুশীলন নিয়ে এখন আর কোনকিছু বলতে চাই না। আমাদের দলে মোট কতজন খেলোয়াড় আছে, কিংবা কতজন ফিট ফুটবলার আছে সেই নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এখন আর এসব বলে কোনো লাভ নেই। এবার পরের ম্যাচের জন্য মনোনিবেশ করতে চাই। নিজেদের সবটা দিয়ে পরের ম্যাচটি জিততে চাই। অর্থাৎ টিম সিলেকশন থেকে শুরু করে দলের খেলোয়াড়দের অনুশীলন ও ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা নিয়ে ও যে খুব একটা খুশি নন সুনীল ছেত্রী, তা বুঝিয়ে দিলেন পরিষ্কার ভাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন