Mohun Bagan: অনিরুদ্ধ থাপার পরিবর্তে কে খেলতে পারেন আইএসএলের প্রথম ম্যাচ?

চলতি মাসের শুরুতেই ডুরান্ড কাপের ফাইনালে ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। শুরু থেকে দুই প্রধানের মধ্যে তুল্যমূল্য লড়াই…

Glan Martins,Lalrinliana Hnamte

চলতি মাসের শুরুতেই ডুরান্ড কাপের ফাইনালে ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। শুরু থেকে দুই প্রধানের মধ্যে তুল্যমূল্য লড়াই হলেও নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে এখনো খুশির আমেজ রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।

কিন্তু এখানেই শেষ নয় আগামীকাল থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম।এছাড়াও রয়েছে এবারের এএফসি কাপের মতো টুর্নামেন্ট। গত কয়েকদিন আগেই এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ওডিশা এফসির বিপক্ষে জয় পেয়েছে মোহনবাগান। তবে এবার আইএসএল ম্যাচের দিকে নজর রয়েছে সকলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে আইএসএলের নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে।

কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা এসেছে বাগান শিবিরে। এবারের ডুরান্ড কাপ ফাইনালে লাল কার্ড দেখার দরুন আইএসএলের প্রথম ম্যাচে নাকি মাঠে নামতে পারবেন না ভারতীয় তারকা অনিরুদ্ধ থাপা। যা নিয়ে গতকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছে সকলের মধ্যে। অনেকেই বলতে শুরু করেছিলেন ডুরান্ড কাপ ও আইএসএল দুটি পৃথক টুর্নামেন্ট। তাহলে কেনো এমন সিদ্ধান্ত নেওয়া হবে? তবে দুই টুর্নামেন্ট ফুটবল ফেডারেশনের আওতায় রয়েছে। তাছাড়া ফুটবল সংস্থার তরফ থেকে ও নাকি আওতাধীন টুর্নামেন্ট গুলিতে কার্ড রোটেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে এই নয়া সিদ্ধান্ত।

কিন্তু তার বদলে কাকে নামাতে পারে বাগান ম্যানেজমেন্ট? এক্ষেত্রে উঠে আসছে দুইটি নাম। একজন গ্লেন মার্টিনস অন্যজন হলেন নামতে। শোনা যাচ্ছে, আসন্ন পাঞ্জাব ম্যাচে এই দুই ফুটবলারদের মধ্যেই একজনকে মাঠে নামাতে পারেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। তবে অনেকটাই এগিয়ে আছে গ্লেন মার্টিনসের নাম। সব ঠিকঠাক থাকলে, আগামীকাল প্রথম একাদশে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে।