Indian Football : কয়েকজন তরুণ ভারতীয় যাদের পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে আইএসএল ক্লাব

Indian Football : এবারের আই লিগে (I League) নজর কেড়েছেন একাধিক উঠতি ফুটবলার। আগামী দিনে যাদের দেখা যেতেই পারে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে (ISL)। দেখা নেওয়া যাক এমন কয়েকজন তরুণ প্রতিভার নাম।

Emil Benny

   

চলতি আই লিগের অন্যতম আলোচিত ফুটবলার। অনেকের প্রত্যাশার থেকে ভালো খেলছেন এমিল। টুর্নামেন্ট সেরার হওয়ার দৌড়ে সবার আগে থাকা গোকুলাম কেরালা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত তিনটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন এমিল। অর্থাৎ তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। সব মিলিয়ে মোট একুশটি ক্ষেত্রে গোল করার পিছনে এই উদীয়মান ভারতীয় নিজের স্কিলের পরিচয় দিয়েছেন।

Lalchungnunga

পাসিং ফুটবলে ক্রমে দক্ষ হয়ে উঠেছেন বছর বাইশের এই ফুটবলার। আই লিগের নতুন দল শ্রীনিডি ডেকানের হয়ে নজর কেড়েছেন। আইজল ফুটবল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় যেমন অ্যাসিস্ট করতে পারেন, তেমন ক্রস বাড়ানোর ব্যাপারেও দক্ষ।

Himanshu Jangra

মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল প্রেমীদের মন জয় করেছেন হিমাংশু। আগামী দিনের কথা মাথায় রেখে ইন্ডিয়ান সুপার লিগের কোনো দল সই করাতে চাইবে সম্ভাবনায় ফরোয়ার্ডকে।

Bikash Yumnam

রাউন্ড গ্লাস পাঞ্জাব দলের অন্যতম একজন। বয়স কুড়ির নিচে। একাধিক পজিশনে খেলতে দক্ষ। মূলত সেন্ট্রাল ব্যাকের ফুটবলার বলেও উইং বরাবর খেলতেও তাঁর কোনো সমস্যা নেই। এরকম একজন তরুণ ভার্সেটাইল ফুটবলারকে যে কোনো দল স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চাইবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন