‘মদে ভেজাল, কিছু করুন,’ সোজা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি এক মদ্যপের

এক বোতল মদ খেয়েও কোনও নেশা হয়নি। তাই এবার স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হলেন এক মদ্যপ। শুনতে অবাক লাগলেও এহেন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। মদে ভেজালের অভিযোগ…

এক বোতল মদ খেয়েও কোনও নেশা হয়নি। তাই এবার স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হলেন এক মদ্যপ। শুনতে অবাক লাগলেও এহেন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে।

মদে ভেজালের অভিযোগ তুলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সুপার এবং আবগারি দফতরের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। লোকেন্দ্র শেঠিয়া নামে এক ব্যক্তি বলেন, ১২ এপ্রিল ৪ চতুর্থাংশ দেশি মদ কিনে সঙ্গীর সঙ্গে ২ চতুর্থাংশ মদ খেয়েছিল। কিন্তু তিনি বলেন, এটা মদ নয়, কারণ মদ খাওয়ার পরও তিনি মাতাল হননি। তারপর সে ওই দোকানে ফিরে গিয়ে অভিযোগ জানায় যে এক বোতল মদ পান করার পরেও তিনি মাতাল হননি। দোকানের কর্মচারীরা বলেছিলেন যে এখানে এই মদ পাওয়া যায়। সে জানায়, ‘২০ বছর ধরে মদ খাচ্ছি। পুরো বোতল মদ খেয়ে নেওয়ার পরেও কোনও নেশা হয়নি।’

ভেজাল মদের বিষয়ে অভিযোগ করার জন্য আবগারি বিভাগের কাছে পৌঁছান তিনি। যেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র, এসপি সত্যেন্দ্র কুমার শুক্লার কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার বার্তা দেন। লোকেন্দ্র আবগারি দফতরের কাছে অভিযোগ করেছেন যে তিনি যে মদ কিনেছেন তাতে মাদক নেই, প্রমাণ হিসাবে তিনি আবগারি বিভাগকে ২ চতুর্থাংশও দিয়েছেন। লোকেন্দ্র বলছেন, যদি তাঁর কথায় বিশ্বাস না হয়, তাহলে এই দুই কোয়ার্টারে যে মদ আছে সেটা চেখে দেখা হোক। মদে ভেজাল নতুন কিছু নয়, মদে ভেজাল মেশানোর বহু ঘটনাও ঘটেছে মধ্যপ্রদেশে।