Indian Football : রোনাল্ডোর মতো দুরন্ত গোল করে লিগ শুরু করলেন ভারত তনয়া

Indian Football : শুরু হয়েছে ভারতীয় মহিলাদের লিগ (IWL)। পয়লা বৈশাখের দিন ক্যাপিটাল গ্রাউন্ডে ছিল ম্যাচ। মুখোমুখি পিফা স্পোর্টস ফুটবল ক্লাব বনাম কিকস্টার্ট ফুটবল ক্লাব…

Indian Football : শুরু হয়েছে ভারতীয় মহিলাদের লিগ (IWL)। পয়লা বৈশাখের দিন ক্যাপিটাল গ্রাউন্ডে ছিল ম্যাচ। মুখোমুখি পিফা স্পোর্টস ফুটবল ক্লাব বনাম কিকস্টার্ট ফুটবল ক্লাব কর্ণাটক। খেলায় হয়েছে অনবদ্য একটি গোল। আন্তর্জাতিক মঞ্চের যে কোনও সেরা গোলের সঙ্গে তুলনা চলতে পারে।

পিফার বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে কর্ণাটকের উইমেন্স টিম। ম্যাচের প্রথম গোল ২৪ মিনিটে। মাঝমাঠের একটু ওপর থেকে শট নিয়েছিলেন নির্মল দেবী। প্রতিপক্ষের গোলরক্ষক শরীর ছুঁড়ে দিয়ে সেভ করতে গিয়েছিলেন, কিন্তু পারেননি। মাথার ওপর দিয়ে বল সোজা প্রবেশ করে তিন কাঠির ভিতরে। নির্মলা দেবীর দুরন্ত গোল।

   

এই গোলের রেশ কাটতে উঠতে না উঠতেই ফের গোলকিকস্টার্ট ফুটবল ক্লাবের। এবার গোল করেছিলেন প্রেমাস্বরী দেবী। তিনিই এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

Advertisements

উত্তেজনার ম্যাচের বেশিরভাগ রসদ মজুদ ছিল প্রথম পঁয়তাল্লিশ মিনিটে। ৩৩ মিনিটেই ব্যবধান কমিয়েছিলেন নিসিলিয়া ম্যাজাও। ম্যাচের অন্তিম গোল ৫৯ মিনিটে। স্কোর শিটে নাম কাব্য পাকীরাস্বমির নাম।

সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি গোলের ভিডিও জনপ্রিয়তা পেয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। এই গোলটিও প্রায় মাঝমাঠ থেকে। বছর দশেক আগে রোনাল্ডো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে। গোলটি করেছিলেন পোর্তোর বিরুদ্ধে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News