Jammu Kashmir: ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পঞ্চায়েত প্রধান

আবারও একবার গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, শুক্রবার গোশবুগ এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক পঞ্চায়েত প্রধান। ঘটনার পর তল্লাশি অভিযান শুরু…

আবারও একবার গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, শুক্রবার গোশবুগ এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক পঞ্চায়েত প্রধান। ঘটনার পর তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মৃতের নাম মঞ্জুর আহমেদ বাংরু।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, “বারামুল্লা জেলার পাটনের গোশবুগ এলাকায় জঙ্গিরা মনজুর আহমেদ বাংরুকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে তিনি মারা যান। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের সন্ধান চলছে।”

   

উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয় এবং এনকাউন্টারস্থলে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় তিন সেনা জওয়ান নিহত হন। এক পুলিশ আধিকারিক জানান, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সোপিয়ানের জয়নাপোরা এলাকার বাদিগামে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশি অভিযান চলাকালীন তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ এরপরেই দুপক্ষের সংঘর্ষ শুরু হয় ৷ ওই আধিকারিক জানিয়েছেন, এনকাউন্টারে চার জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গিদের নাম আকিব ফারুক থোকার এবং ওয়াসিম আহমেদ থোকার, দুজনেই জয়নাপোরার হেফখুরির বাসিন্দা এবং ফারুক আহমেদ ভাট ও শৌকিন আহমেদ মীর, দুজনেই সুগানের বাসিন্দা।