Indian Football: দর্শনীয় গোল করা ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে পারে ভারতীয় ক্লাব

নতুন মরসুমের আগে দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি ভারতের (Indian Football) অন্যান্য ক্লাবেও চলছে নতুন মরসুমের প্রস্তুতি। আগামী সিজনেও নজরে…

Indian Football inter kashi may extend contract with Gianni dos Santos

নতুন মরসুমের আগে দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি ভারতের (Indian Football) অন্যান্য ক্লাবেও চলছে নতুন মরসুমের প্রস্তুতি। আগামী সিজনেও নজরে থাকবে ইন্টার কাশি। আই লিগে অভিষেক মরসুমে দাগ কেটেছে ইন্টার কাশি (Inter Kashi)। পারফরম্যান্স আরো উন্নত করতে চাইবে ভারতীয় ফুটবলের নতুন এই ক্লাব।

   

Transfer Rumours: দল বদলের বাজার গরম করছেন অবনমন হওয়া ক্লাবের মিডফিল্ডার

এ বছর শেষ হওয়া আই লিগে ইন্টার কাশির পারফরম্যান্স চোখে পড়ার মতো। এক সময় খেতাব জয়ের দৌড়ে ছিল নবাগত এই ক্লাব। অবশ্য মোমেন্টাম ধরে রাখতে পারেনি। লিগ ক্রম তালিকার চতুর্থ স্থানে শেষ করেছে মরসুম। ২৪ ম্যাচে ৪৭ গোল করেছিল দল।

পড়ার মরসুমেও ইন্টার কাশির কাছ থেকে ভাল পারফরম্যান্সের আশা করবেন ফুটবল প্রেমীরা। দলের একাধিক ফুটবলার নজর কেড়েছেন। স্কোয়াডের বিদেশি ফুটবলার গিয়ানি ডস স্যান্টোসের (Gianni dos Santos) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে পারে ইন্টার কাশি। গিয়ানি ডস স্যান্টোসের বায়োডাটা চোখ ধাঁধানো না হলেও বল পায়ে তিনি মাঠে প্রভাব বিস্তার করতে সক্ষম। ইন্টার কাশির হয়ে করেছেন একাধিক গোল।

East Bengal: দক্ষিণ ভারত থেকে আরও ফুটবলার আনছে ইস্টবেঙ্গল!

২৫ বছর বয়সী গিয়ানি ডস স্যান্টোসের পায়ের কাজ ভাল, স্কিলফুল প্লেয়ার। বয়স কম হলেও ইতিমধ্যে একাধিক ক্লাব খেলার অভিজ্ঞতা রয়েছে। কানাডার ফুটবল লিগে খেলেছেন সুনামের সঙ্গে। সুযোগ সন্ধানী এই ফরোয়ার্ড একাধিক দর্শনীয় গোল করেছেন। ড্রিবল করে ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন, প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে করেছেন দূরপাল্লার গোল. ইন্টার কাশির সঙ্গে যুক্ত হওয়ার আগে খেলেছেন আথলেতিকো ওটোয়া, প্যাসিফিক এফসির মতো কানাডার নামকরা ক্লাবে।