Indian Football : ‘দুঃখদায়ক’, ‘দুর্ভাগ্যজনক’। মঙ্গলবার দুপুরে আই (I League) লিগের ম্যাচ প্রসঙ্গে এমনটাই মন্তব্য ভারতীয় ফুটবলার সংগঠনের। দুপুর ৩ টের সময় আই লিগের ম্যাচ হয়েছে কল্যাণী স্টেডিয়ামে।
বৈশাখের এই সময় পারদ যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই কিংবা চল্লিশের বেশী, তখন দুপুর তিনটের সময় ম্যাচ দেওয়ার অর্থ কী? উঠেছে প্রশ্ন। আগেও উঠেছিল। কিন্তু ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা তাতে কর্ণপাত করেনি বলেই বোধ করছেন ফুটবল প্রেমীদের একাংশ। এদিন দুপুর তিনটের সময় ম্যাচ ছিল চার্চিল ব্রাদার্স এবং রাজস্থান ইউনাইটেডের মধ্যে। চার্চিল দুই গোলে জিতেছে (২-০)।
ম্যাচের ফলাফল বা দলের পারফরম্যান্সের থেকে এদিন অধিক আলোচিত খেলার সময়। ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশিন অব ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি বিবৃতি পত্র। সেখানে বলা হয়েছে:
তাপপ্রবাহের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। পরিস্থিতি এতটাই গুরুতর যে রাস্তায় হাঁটাও বিপজ্জনক। সেখানে ৯০ মিনিট মাঠে ছুটোছুটি করলেন ফুটবলাররা। বিষয়টা দুঃখদায়ক এবং দুর্ভাগ্যজনক যে ফেডারেশন এবং লিগ অ্যজয়কদের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। পেশাদার ফুটবলারদের স্বাস্থ্য সম্পর্কিত সুরক্ষা প্রদানে তাদের ভূমিকা কতোটা সে ব্যাপারে সন্দেহের অবকাশ থেকে যায়।