Indian Football : চিনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতে খেলা স্প্যানিশ ফুটবলার

চিনের ক্লাবে খেলবেন না। জানিয়ে দিয়েছেন ভারতে খেলা (Indian Football) স্প্যানিশ তারকা। চিন থেকে পাঠানো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এখনও ঠিক করেননি কোথায় খেলবেন। ভারতের…

Indian Football : চিনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতে খেলা স্প্যানিশ ফুটবলার

চিনের ক্লাবে খেলবেন না। জানিয়ে দিয়েছেন ভারতে খেলা (Indian Football) স্প্যানিশ তারকা। চিন থেকে পাঠানো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এখনও ঠিক করেননি কোথায় খেলবেন। ভারতের খেলার সম্ভাবনা রয়েছে এখনও।

কেরল ব্লাস্টার্সে অন্যতম ফুটবলার আলভারো ভাস্কুয়েজ। পেশাদার ফুটবলার হিসেবে অভিজ্ঞতার ঝুলিতি তাঁর পূর্ণ। আগামী মরশুমে তিনি কোন দলের হয়ে মাঠে নামবেন সে বিষয়ে কৌতূহল রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে।

জানা গিয়েছে চিনা ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলভারো। ভারতের একাধিক ক্লাবের পক্ষ থেকে তাঁর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। মেজর লিগ সকারে খেলার দরজাও খোলা রয়েছে তাঁর সামনে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও গ্রহণ করেননি বলে খবর।

Advertisements
Indian Football
ভারতীয় ফুটবলে নিজের জাত চিনিয়েছেন আলভারো ভাস্কুয়েজ।

স্প্যানিশ এই ফুটবলার খেলেছেন লা লিগায় বহু নামকরা ক্লাবে। এস্প্যানিওল, গেতাফে, জারাগোজা অন্যতম। ইংল্যান্ডের সোয়ানসি সিটির হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পেনের বয়স ভিত্তিক জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। অনূর্ধ্ব ২০, ২১ এবং ২৩ দলের হয়ে বহু ম্যাচে অংশ নিয়েছিলেন। গোল-ও করেছেন।

কেরলের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন ২৩ টি ম্যাচ। করেছেন আটটি গোল।