আসন্ন আইএসএল সিজনে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য চেন্নাইয়িন এফসির। সেজন্য, ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী গতবারের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়িয়েছিল ক্লাব। এমনকি পরবর্তীতে দল বদলের বাজার থেকে খেলোয়াড় চূড়ান্ত করার ক্ষেত্রে ও এই আইএসএল জয়ী কোচের পছন্দকে গুরুত্ব দেয় চেন্নাইয়িন (Chennaiyin FC)।
সেইমতো প্রতিপক্ষ দল গুলির ঘর ভেঙে একাধিক দাপুটে ফুটবলারদের সই করায় অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। যাদের নিয়েই প্রাক মরসুম প্রস্তুতি সারছেন ওয়েন কোয়েল। তবে সেখানেই শেষ নয়। জানা গিয়েছে, দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে এবার এক ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চলেছে চেন্নাইয়িন এফসি। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছে বিঘ্নেশ দক্ষিণামূর্তির (Vignesh Dakshinamurthy) নাম।
উল্লেখ্য, গত মরসুমে হায়দরাবাদ এফসির জার্সিতে রক্ষণভাগ সামাল দিয়েছিলেন এই তারকা ফুটবলার। হিসেব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত নিজামের শহরের এই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি থাকলেও নয়া সিজনে অন্যত্র যেতে চাইছিলেন বিঘ্নেশ। সেজন্য চুক্তির অবসান চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাশ কমিটিতে আবেদন করেছিলেন তিনি।
বর্তমানে অনেকটাই মিটে গিয়েছে সেই সমস্যা। একটা সময় ইমামি ইস্টবেঙ্গলের তরফে তাঁর সাথে কথাবার্তা শুরু করা হলেও পরবর্তীতে এই লেফট ব্যাককে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যায় চেন্নাইয়িন। যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করতে পারে দক্ষিণের এই আইএসএল জয়ী ক্লাব।