Mumbai City FC: মুম্বাই সিটিতে যোগদান করলেন এই ভারতীয় ডিফেন্ডার

সমস্ত জল্পনার অবসান। ওডিশা এফসি ছেড়ে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসিতে (Mumbai City FC) যোগদান করলেন সাহিল পানওয়ার। সোমবার নিজেদের সোশ্যাল সাইট থেকে সেকথা জানিয়েছে…

Sahil Panwar Joins Mumbai City FC

সমস্ত জল্পনার অবসান। ওডিশা এফসি ছেড়ে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসিতে (Mumbai City FC) যোগদান করলেন সাহিল পানওয়ার। সোমবার নিজেদের সোশ্যাল সাইট থেকে সেকথা জানিয়েছে সিটি ম্যানেজমেন্ট। তাঁর উপস্থিতি যথেষ্ট মজবুত করবে দলের রক্ষণভাগকে। উল্লেখ্য, গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করেছে আইএসএলের এই শক্তিশালী ক্লাব। তার পরিবর্তে তরুণ ফুটবলারদের দিকেই বিশেষ নজর দিয়েছে মুম্বাই।

সেক্ষেত্রে বহু আগে থেকেই উঠে এসেছে এই রাইট ব্যাকের কথা। দলের সঙ্গে যুক্ত হয়ে সাহিল বলেন, ‘ মুম্বাই সিটি এফসি তে যোগদান করতে পেরে আমি যথেষ্ট রোমাঞ্চিত। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে পাশাপাশি বহু পরিকল্পনা রয়েছে যা তারা মরসুমের পর মরসুম ধরে বাস্তবায়িত করে চলেছে। ‌ আমাকে এই ক্লাবে সুযোগ দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই ক্লাবের সাফল্যের জন্য আমি নিজের অবদান রাখতে চাই।’

   

এই তরুণ ফুটবলারের প্রসঙ্গে দলের কোচ পেট্র ক্র্যাটকি বলেন, ‘ বর্তমানে সাহিল পানওয়ার আইএসএলের একজন ধারাবাহিক ডিফেন্ডার। তাঁর দক্ষতা আমাদের লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবে। আমি তাকে খেলতে দেখেছি। তাঁর অভিজ্ঞতা আসন্ন মরসুমে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। সাহিলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।’

গত মরসুমে সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল এই তরুণ লেফট ব্যাককে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি ডুরান্ড কাপ ও সুপার কাপে ও খেলেছেন এই ক্লাবের হয়ে। এমনকি এএফসি কাপে একটি গোল ও এসেছে সাহিলের পা থেকে। আগের মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। ‌

পরবর্তীতে সাহিলকে নিতে আগ্রহ দেখায়নি ওডিশা। সেই সুযোগ কাজে লাগিয়েই এই ডিফেন্ডারকে নিজেদের দলে টানল গতবারের আইএসএল জয়ীরা।