নতুন ফুটবলার নথিভুক্ত বা রেজিস্টার করার ব্যাপারে ছাড় দিল ফিফা (FIFA)। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার ওপর ব্যান থাকা সত্ত্বেও খেলোয়াড় দলে নিতে পারবেন ভারতীয় ক্লাবগুলো।
ফিফা নিয়মাবলীর ১৬ নম্বর আর্টিকেলের ৩ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে এক কর্তা জানিয়েছেন, “ফিফার ব্যানের প্রভাব ফুটবলারদের ওপর সরাসরি পড়বে না।” এক জনপ্রিয় সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে ফিফা কর্তার এই বক্তব্য। যার ফলে ব্যান থাকলেও ভারতীয় ক্লাব খেলোয়াড় দলে নিতে পারবে।
ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার ওপর ফিফার ব্যান নেমে আসার পর অনেকেই বিচলিত হয়েছিলেন। কারণ বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গে ভারতীয় ফুটবলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তাসখন্দে খেলতে গিয়েও আর খেলা হয়নি গোকুলাম কেরালার মহিলা দলের। এএফসি কাপে খেলার কথা রয়েছে এটিকে মোহন বাগানের। ব্যান বহাল থাকলে টুর্নামেন্টে খেলা হবে না বাগানের।
ট্রান্সফার উইন্ডোর সময় ফিফার শাস্তি। ফলত বিপাকে পড়েছিল ভারতীয় ক্লাবগুলোও। বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীনের আশঙ্কা করা হয়েছে। কিন্তু তেমনটা এখনও হয়নি।
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ব্যানের পরেও ভারতীয় ফুটবলে বিদেশি খেলোয়াড় রেজিস্টার করা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ ছাড়াও রাজ্য পর্যায়ের ক্লাবেও সই পর্ব চলেছে। ফিফার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আপত্তি জানানো হয়নি।