খুব শীঘ্রই ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ভারতীয় ফুটবল দলকে। গোটা ভারতবাসীর বহুদিনের আশা দেশের ফুটবল দলকে বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করতে দেখার। আর সেটা সম্ভব বলেই মনে করেন খোদ ফিফার (FIFA) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
সভাপতি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একটি ইন্সটাগ্রামের লাইভে। সেখানে আড্ডা,আলাপের ফাঁকে তার কাছে প্রশ্ন করা হয়েছিলো ভারতের বিশ্বকাপের মূলপর্বে খেলার সম্ভাবনার ব্যাপারে। তার জবাবে ইনফান্তিনো বলেছিলেন তিনি আশাবাদী ২০২৬ সালের বিশ্বকাপে ভারতের মূলপর্বে খেলার ব্যাপারে।
কিন্তু হঠাৎ খোদ ফিফার সভাপতি এমনটা দাবী করে বসলেন কেনো ? সেটা নিয়ে প্রশ্ন তুললেন কেনো? সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে।তার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনোর বক্তব্য অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপে ৩২ টা দেশের পরিবর্তে অংশগ্রহণ করবে ৪৮ টা দেশ।তাই ভারতের যোগ্যতা অর্জন করা উচিত বলেই মনে করেন তিনি।পাশাপাশি তিনি মনে করেন যে ভারতের শক্তিশালী একটা দল তৈরির খুব প্রয়োজন আছে।প্রচুর পরিমাণে বিনিয়োগ হচ্ছে এদেশের ফুটবলের স্বার্থে।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে বসতে চলেছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর।৩২ টা দেশ নয়, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে ৪৮ টা দেশ।মূলপর্বে ম্যাচের সংখ্যা ৮০ টা।
বর্তমানে ভারতের ফিফা র্যাঙ্কিং ১০৬।ভারত বিশ্বকাপের মূলপর্বে স্থান অর্জন করতে লড়বে এশিয়া কোটা থেকে।এশিয়ান ফুটবল সংস্থার অন্তর্ভুক্ত মোট আটটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ করে নেবে পরের বার।ভারতকে কাপ যুদ্ধের মূলপর্বে খেলতে হলে লড়তে হবে জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো শক্তিশালী দল গুলোর বিরুদ্ধে।