Gujarat: ভারত-পাক ম্যাচে গুজরাটি কালোবাজারে ৫৭ লাখে ১ টিকিট!

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ভারত পাকিস্তান ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উন্মাদনার ধারে কাছে নেই অন্য কোনো ম্যাচ। রাজনৈতিক দ্বৈরতার কারণে প্রায় ১১ বছর…

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ভারত পাকিস্তান ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উন্মাদনার ধারে কাছে নেই অন্য কোনো ম্যাচ। রাজনৈতিক দ্বৈরতার কারণে প্রায় ১১ বছর বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। তাই বিশ্বকাপ বা বড়ো কোনো টুর্নামেন্ট ভরসা সমর্থকদের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৪ অক্টোবর ভারত পাকিস্তান মহারম্ভ। বড়ো এই স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচের উন্মাদনায় ভাসছে পুরো ভারত।

দেশজুড়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এর মধ্যে বিশ্বকাপের আনন্দ, বাড়তি পাওনা ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের উন্মাদনায় কালো বাজারে টিকিটের দাম পৌঁছেছে ৫৭ লাখ টাকায়। নির্ধারিত দিনের হোটেল বুকিং হয়ে গেছে আগেই। উপায় না পেয়ে অনেকে হাসপাতালের সিট বুকিং করে রেখেছেন। যে ম্যাচ ঘিরে এত উন্মাদনা, সেই দল না জিতলে হয় কি করে। তাই রহিত শর্মাদের পাকিস্তানকে হারানোর অনুরোধ করেছেন সুনীল গাভাস্কার।

সুনীল গাভাস্কার বলেন, “আপনি যদি দেশের কোন সাধারণ মানুষের কাছে জানতে চান বিশ্বকাপে তারা কি চায়? সবাই বলবে পাকিস্তানকে হারাতে চাই। বাবরদের হারানো ভারতীয়দের কাছে বিশ্বকাপ জয়ের চেয়ে কম কিছু না।” এবারের বিশ্বকাপে ভারতের গুণগান করে তিনি বলেন “ব্যাটিং, বোলিং আমরাই সেরা। এটাই সুযোগ আইসিসির কোনো ইভেন্টে শিরোপা আক্ষেপ কাটানোর। আশা করছি রহিতরা আমাদের আনন্দে ভাসাবে।”

ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে প্রতিবারই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া।