Abhishek Banerjee: ১০ অক্টোবর অভিষেকের বদলে নথি যাবে আদালতে

১০ তারিখ ইডি দফতরের সশরীরে হাজিরা দিতে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তার কাছে যে নথি তলব করা হয়েছে, তা তাকে ওই দিনই জমা দিতে…

১০ তারিখ ইডি দফতরের সশরীরে হাজিরা দিতে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তার কাছে যে নথি তলব করা হয়েছে, তা তাকে ওই দিনই জমা দিতে হবে। বৃহস্পতিবারের শুনানিতে স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছে, আগামী ৩১ তারিখের মধ্যেই এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে।

বৃহস্পতিবার এই মামলায়, অভিষেকসহ অন্যান্য সন্দিগ্ধদের দরকারে রোজ জেরা করার নির্দেশ দিয়েছিল আদালত। সঙ্গে ইডিকে ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ অবশ্য বদলায়নি আদালত। এছাড়া পুজোর মধ্যেও অভিষেককে ইডি তলব করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। ফলে শুক্রবারের নির্দেশের ফলে পুজোর আগে অভিষেকের ইডি হাজিরার প্রায় কোনও সম্ভাবনাই রইল না বলে মনে করা হচ্ছে।

এই মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতিতে টাকার লেনদেন সামনে আসা উচিৎ। দুষ্কৃতীদের চিহ্নিত করা এবং দুর্নীতিগ্রস্তদের সাজা হওয়া উচিৎ। এখানে মামলাকারীকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। যেহেতু তদন্ত চলছে তাই এই তথ্য প্রয়োজনীয়। আর্থিক লেনদেন কীভাবে হয়েছে, সেই তথ্য সামনে আসা উচিৎ। বিচারপতি আরও জানান, সত্যি সামনে এলে মূল চক্রী উঠে আসবে। আর সত্যি সামনে আনার জন্য স্বচ্ছ ও দ্রুত তদন্তের প্রয়োজন। আর এজন্যই আদালতের নজরদারিতে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে এই আদালত কোনওভাবেই তদন্তে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি এদিন একক বেঞ্চকেও সতর্ক করেছে ডিভিশন বেঞ্চ। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, তদন্ত চলার সময়ে আগাম কোনও মন্তব্য নয়।