HomeSports NewsHockey : দাপটের সঙ্গে আয়ারল্যান্ডকে হারাল ভারত

Hockey : দাপটের সঙ্গে আয়ারল্যান্ডকে হারাল ভারত

- Advertisement -

এফআইএইচ হকি প্রো লীগ (FIH Hockey Pro League) ২০২৩/২৪ এর রাউরকেলা পর্বে ভারতীয় পুরুষ হকি দল আয়ারল্যান্ডকে (India vs Ireland) ৪-০ গোলে পরাজিত করেছে। ভারতীয় পুরুষ হকি দলের হয়ে একটি করে গোল করেন নীলকান্ত শর্মা (১৪’), আকাশদীপ সিং (১৫’), গুরজন্ত সিং (৩৮’) ও যুগরাজ সিং (৬০’)।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি কর্নার পায় আয়ারল্যান্ড, এরপর আরও একটি সুযোগ। তবে ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশ এবং রক্ষণ দুটি ক্ষেত্রেই ছিল অপরাজেয়। প্রথম কোয়ার্টারের প্রায় দুই মিনিট বাকি থাকতে ভারত পেনাল্টি কর্নার পায় এবং নীলকান্ত শর্মা (১৪’) সুযোগটি কাজে লাগিয়ে রিবাউন্ড থেকে গোল করেন। আয়ারল্যান্ড কিছু বুঝে ওঠার আগে ভারতীয় পুরুষ হকি দল আকাশদীপ সিংয়ের (১৫’) মাধ্যমে দ্রুত আরও একটি গোল যোগ করে। ব্যবধান হয় ২-০।

   

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আয়ারল্যান্ড খেলায় ফিরে আসার চেষ্টা করেছিল। পেনাল্টি কর্নার অর্জন করে আয়ারল্যান্ড। তবে শক্ত ভারতীয় রক্ষণ আবারও দুর্ভেদ্য। দ্বিতীয় কোয়ার্টারের বেশিরভাগ সময় আয়ারল্যান্ড ম্যাচের দখল ধরে রাখলেও ভারতীয় ডিফেন্সকে ভেদ করে গোল শোধ করতে পারেনি।

৪১ মিনিটে আয়ারল্যান্ড তাদের চতুর্থ পেনাল্টি কর্নার পেলেও আরও একবার গোলের চেষ্টা ব্যর্থ করে দেন অমিত রোহিদাস। এরই মধ্যে ৩৮ মিনিটে গুরজন্ত সিং বল স্লাইড করে বল জালে জড়ান। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার শেষ হয় ভারতের।ম্যাচের শেষ মিনিটে যুগরাজ সিং (৬০’) সফলভাবে পেনাল্টি কর্নার থেকে গোল করে আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করেন।

ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে টুর্নামেন্টের পরের লেগে ২২ মে, ২০২৪-এ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular