কানপুরে বৃষ্টির ‘ভ্রূকুটি’! আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কায় ভারত-বাংলাদেশ

কথাতেই আছে একা ‘রামে’ রক্ষা নেই আবার সুগ্রীব দোসর! এমনিতেই চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে রেকর্ড ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার পর…

India vs Bangladesh 2nd Test, Kanpur: Rain Threatens to Disrupt Match

কথাতেই আছে একা ‘রামে’ রক্ষা নেই আবার সুগ্রীব দোসর! এমনিতেই চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে রেকর্ড ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার পর প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছে নাজিমুল হোসেন শান্তের দল। এছাড়াও দলের প্রধান অলরাউন্ডার সাকিব আল হাসানের চোট নিয়েও জর্জরিত টাইগাররা। তবে এসবের মধ্যেই ‘মাথার ওপর খাঁড়ার ঘা’ হিসেবেই নেমে এল কানপুরের আবহাওয়ার পূর্বাভাস। আগামী শুক্রবার (২৭সেপ্টেম্বর) থেকে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ সিরিজের (IND vs BAN) দ্বিতীয় ম্যাচে প্রথম দুই দিন বজ্রপাতসহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে কানপুরের আবহাওয়া দপ্তর।

চেন্নাইয়ে প্রথম টেস্টে রেকর্ড ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ভারত। ব্যাটিং এবং বোলিং বিভাগে জঘন্য পারফরম্যান্স করার পর রেকর্ড ২৮০ রানে হেরে যায় বাংলাদেশি ক্রিকেট দল। তাই কানপুর টেস্টে সিরিজ বাঁচাতে মাঠে নামবেন টাইগার্সরা। তাছাড়া এই লজ্জার হার ঢাকতে জয়ের বিকল্প নেই লিটন-সাকিব-মুশফিকুরদের কাছে। তবে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হোয়াইটওয়াশ করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আজ সকালে কানপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেস্টের প্রথম দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ, শনিবার টেস্টের দ্বিতীয় দিনে সেই সম্ভাবনা ৮০ শতাংশ।

   

কেলেঙ্কারির পর চোট! সাকিবকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে বাংলাদেশের

তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও টেস্ট ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আশাবাদী উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল। এদিন সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ আমরা জানি যে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। নিষ্কাশনব্যবস্থাও এখানে ভালো। আশা করছি,আমরা এখানে পুরো খেলাটাই আয়োজন করতে পারব।”

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের প্রতিটি পিচে সবুজ ঘাসের উইকেট বানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চেন্নাইয়ে প্রথম টেস্টেও বাউন্সি উইকেট পেয়েছিলেন দুই দেশের ক্রিকেটাররা। সেই উইকেটে কিছুটা ঘাসও ছিল, সকালের সেশনে উইকেটে আর্দ্রতা থাকায় সাহায্য পেয়েছিলেন দুই দলের পেসাররা। তবে কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে পুরোপুরি ব্যাটিং সহায়ক। তবে এবারে উইকেট একটু অন্যরকম হতে পারে বলেই জানিয়েছেন নির্বাচক কমিটির সদস্যরা। তবে এছাড়াও বৃষ্টিরও একটা প্রভাব থাকতে পারে কানপুরের উইকেটে।

প্রসঙ্গত উল্লেখ্য যে কানপুরের উইকেট ব্যাটিং সহায়ক হলেও শেষের দিকে উইকেট স্লো হতে শুরু করে। তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররা বলে বাঁক পান দিন দুইয়ের পর থেকেই। কানপুর স্টেডিয়ামে ৪১ বছর ধরে কাজ করা এক স্টাফকর্মী গতকাল এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘টেস্টের তৃতীয় দিন থেকেই স্পিনাররা এখানে দাপট দেখাবেন’। তাই স্পিনারদের সাফল্যের হাত ধরেই কানপুরে (IND vs BAN) সিরিজ জিততে মুখিয়ে রয়েছে গৌতম গম্ভীর এন্ড কোম্পানি।