India vs Bahrain: ভারতের প্রথম একাদশের ৯ জন কলকাতায় খেলা ফুটবলার 

বাহারিনের (India vs Bahrain) বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথম একাদশে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রেখেছেন কোচ ইগোর স্টিম্যাচ। সেই সঙ্গে লক্ষণীয় কলকাতা কানেকশন।

বাহারিনের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ – গুরপ্রীত সিং সান্ধু ( গোলরক্ষক) , রাহুল ভেকে, শুভাশীষ বসু, সন্দেশ ঝিঙ্গান, প্রণয় হালদার, দানিশ ফারুক, মনভীর সিং, লিস্টন কোলাসো, ভিপি সুহের, রহিম আলি, প্রীতম কোটাল। 

   
India vs Bahrain
বাহারিনের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ।

ভারতের প্রথম একদশের মোট ন’জন ফুটবলার কলকাতায় খেলেছেন বা খেলেন। মোটের ওপর কলকাতা যোগ রয়েছে। রহিম আলি এবং দানিশ ফারুক এখনও পর্যন্ত কলকাতার কোনও দলে খেলেননি।

লিস্টন কোলাসো, মনভীর সিং, প্রীতম কোটাল, শুভাশীষ বসু, সন্দেশ ঝিঙ্গান সবুজ মেরুন জার্সিতে খেলেছেন বহু ম্যাচ। ভিপি সুহের, প্রণয় হালদার মোহন বাগানে খেলেছেন। গোল রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরপ্রীত সিং সান্ধু এবং রাহুল ভেকের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন