Rampurhat Massacre: রাষ্ট্রপতির কাছে চিঠিতে ৩৫৫ ধারা জারির আবেদন অধীরের, কেন এই ধারা

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে ‘গণহত্যা’ (Rampurhat Massacre) ঘিরে জাতীয় রাজনীতি সরগরম। পরিস্থিতি ভয়াবহ দাবি করে লোকসভার বিরোধী দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী রাষ্ট্রপতির কাছে…

Adhir Chowdhury

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে ‘গণহত্যা’ (Rampurhat Massacre) ঘিরে জাতীয় রাজনীতি সরগরম। পরিস্থিতি ভয়াবহ দাবি করে লোকসভার বিরোধী দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী রাষ্ট্রপতির কাছে ৩৫৫ ধারা জারি করার চিঠি লিখেছেন।

কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর চিঠি ঘিরে তোলপাড় রাজ্য। একইসঙ্গে কেন্দ্রীয় রাজনীতিতে আরও আলোড়ন পড়েছে। অধীর চৌধুরী কেন সংবিধানে ৩৫৫ ধারা দাবি করছেন? এই প্রশ্ন নিয়ে কাটাছেঁড়া চলছে।

কী এই সংবিধানের ৩৫৫ ধারা:
এই ধারায় বলা হয়েছে, জরুরি অবস্থাকালীন পর্বে কেন্দ্রীয় সরকারের কর্তব্য রাজ্যগুলিকে বহিরাক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করা। এর পরবর্তী হল ৩৫৬ ধারা। এতে বলা হয়েছে, রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা বা রাষ্ট্রপতির শাসন। অর্থাৎ অধীর চৌধুরী সরাসরি রাষ্ট্রপতি শাসন না চাইলেও সেই দিকে রাষ্ট্রপতির নজর টানতে সংবিধানের ৩৫৫ ধারা চেয়েছেন।

বগটুই গণহত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অধীর চৌধুরী বলেন,’সাপুড়ের মৃত্যু হয় সাপের কামড়েই। যে বিষধর সাপ নিয়ে তিনি খেলছেন, সেই সাপের কামড়েই তৃণমূল ধ্বংস হবে।’

তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রী মোদী বগটুই গ্রামের ‘গণহত্যা’ তদন্তে রাজ্য সরকারের তদন্তের উপর ভরসা করেছেন। যদিও পশ্চিমবঙ্গ বিজেপি এই ঘটনার জেরে সিবিআই ও পরে এনআইএ তদন্তের দাবি জানায়। মোদীর মন্তব্যের পর বিপাকে পড়ে রাজ্যের বিরোধী দল।

বীরভূমের বগটুই গ্রামের পরিস্থিতি ভয়াল। গ্রাম ছেড়ে বেঁচে যাওয়া বাকিরা পালিয়েছেন। সোমবার স্খানীয় তৃ়ণমূল কংগ্রেস উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। সেই রাতে পরপর হামলায় ছারখার হয় রামপুরহাটের বগটুই গ্রাম। পুলিশের উপস্থিতিতে কমপক্ষে দশ জনকে কুপিয়ে খুন করে পুড়িয়ে দেওয়া হয় বলে গ্রামবাসীরা জানান।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গ্রামে ঢুকে পরিস্থিতি দেখে জানান, তৃণমূল কংগ্রেস ভয়াবহ হামলা চালিয়েছে। সেলিমের ইঙ্গিত বালি ও পাথর পাচারের বখরা ঘিরে এই সংঘর্ষ ও গণহত্যা ঘটেছে।

পরিস্থিতি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনেই বগটুই যাবেন লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরী। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক মিলটন রশিদ জানান, কংগ্রেস সেখানে শান্তি মিছিল করবে।