Asia Cup: যুদ্ধের থেকে কম কিছু নয়। অবশেষে পাওয়া গেল ম্যাচের ফলাফল। জিতল ভারত। শুধু জিতল বললে কম বলা হবে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ল্যাজে গোবরে করে হারাল ভারত। ২২৮ রানের ব্যবধানে পরাজিত পাকিস্তান।
আবহাওয়া সঙ্গ দিলে রবিবারেই ম্যাচের নিষ্পত্তি হওয়ার কথা ছিল। সেটা হয়নি। টানা বৃষ্টির কারণে জলে টইটুম্বুর অবস্থা হয়েছিল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। টুর্নামেন্টের অন্য কোনো দলের জন্য এই ব্যবস্থা রাখা হয়নি। একমাত্র ভারত পাকিস্তান সুপার ফোরের এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছিলেন আয়োজকরা।
রবিবার ২৪.১ ওভার পর্যন্ত ব্যাট করতে পেরেছিল ভারত। বাকি ম্যাচ খেলা হল সোমবার। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে রানের ছড়াছড়ি। জোড়া অর্ধ শতরান এবং জোড়া শতরান। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (৯৪ বলে অপরাজিত ১২২ রান) এবং লোকেশ রাহুল (১০৬ বলে অপরাজিত ১১১ রান)। অধিনায়ক রোহিত শর্মা (৪৯ বলে ৫৬ রান) এবং শুভমন গিলের (৫২ বলে ৫৮ রান) নামের পাশে হাফ সেঞ্চুরি। রানের পাহাড়ে উঠেছিল ভারত। প্রথম ইনিংস শেষে স্কোরবোর্ডে ৩৫৬/২।
ব্যাটে দুই বলে দুই বিভাগেই পরিচিত ফর্মে পাওয়া যায়নি বাবর আজম, শাহীন আফ্রিদিদের। যার ফলে ভারতের সামনে কার্যত নতজানু হতে হল পাকিস্তানকে। ৩২ ওভারে মাত্র ১২৮ রান করতে পেরেছে তারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।