৪০ বছরের খরা কাটিয়ে IOC’র অধিবেশনের আয়োজক দেশ ভারত

Tokyo cancels public viewing sites for summer Olympics

ভারতকে আগামী বছর মুম্বইয়ে আন্তজার্তিক অলিম্পিক কমিটির (IOC) অধিবেশনের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিটিতে ভারতের হয়ে প্রতিনিধি নীতা আম্বানি এই ঘোষণাকে দেশের অলিম্পিক প্রতিযোগিতা নিয়ে আকাশ সম উড়ানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

ভারত ১৯৮৩ সালে পর প্রথমবার অধিবেশন আয়োজন করবে। আধুনিক Jio ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সেশনটি অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া চলাকালীন, ভারত ভোটদানকারী প্রতিনিধিদের কাছ থেকে তার বিডের পক্ষে ঐতিহাসিক ৯৯ শতাংশ ভোট পেয়েছে। বেজিংয়ে অনুষ্ঠিত অধিবেশনে ৭৫ জন সদস্য ভারতের দাবিকে সমর্থন করে।

   

ভারত থেকে IOC সদস্য হিসাবে নির্বাচিত হওয়া প্রথম মহিলা সদস্য নীতা আম্বানি প্রতিক্রিয়ায় বলেছেন, “৪০ বছর অপেক্ষার পর ভারতে অলিম্পিক অভিযান ফিরে এসেছে৷ আমি ২০২৩ সালে মুম্বইতে IOC অধিবেশনের আয়োজন করার সম্মান ভারতকে প্রদান করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে সত্যিই কৃতজ্ঞ।” সঙ্গে তিনি আরও জানান, “এটা ভারতের অলিম্পিক উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এবং ভারতীয় ক্রীড়ার জন্য একটি নতুন যুগ শুরুর প্রক্রিয়া হতে চলেছে।”

নীতা আম্বানি ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন