অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)। বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানকে পরাজিত করেছে। ভারত ও অস্ট্রেলিয়া দল রবিবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ ট্রফির জন্য একে অপরের মুখোমুখি হবে। সিনিয়র ওয়ানডে বিশ্বকাপের পর এবার যুব দলের বিশ্বকাপেও মুখোমুখি দুই দল।
শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ। ১ উইকেটে হেরেছে পাকিস্তান। ম্যাচে এক সময় অস্ট্রেলিয়া পিছিয়ে পড়লেও শেষ ওভার পর্যন্ত খেলা চলেছে। অস্ট্রেলিয়াকে ১৮০ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান, জবাবে শেষ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে মাত্র ১৭৯ রান। দশম অঙ্ক পেরোতে পেরেছেন মাত্র ৩ জন ব্যাটসম্যান। সেমিফাইনালে আজান আওয়াইস ৫২ ও আরাফাত মিনহাস ৫২ রান করেন। বাকি সব ব্যাটসম্যানই যে পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছেন, তারা ছাড়া অস্ট্রেলিয়ার কথা বললে ৬ উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানের কোমর ভেঙে দেন টম স্টার্ক। মাত্র ৯.৫ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন টম।
শেষ ওভারে ৯ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি ডিক্সন ও অলিভার পিক। অস্ট্রেলিয়া দল এক সময় ৫৯ রান করে ৪ উইকেট হারিয়েছিল, কিন্তু এর পরে অস্ট্রেলিয়া ফিরে এসে এখন ফাইনালে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে রাফ ম্যাকমিলান ১৯ রান করেন যা ম্যাচ জেতানো ইনিংস হিসেবে প্রমাণিত হয়।
WTC23 Final 🔄 CWC23 Final 🔄 #U19WorldCup 2024 Final
It's 🇮🇳 vs 🇦🇺 again! pic.twitter.com/sowFs8Gv03
— ICC (@ICC) February 8, 2024
এর আগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ২৪৪ রান তুলেছিল, জবাবে ৪৯তম ওভারে এই লক্ষ্য পূরণ করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অধিনায়ক উদয় সাহারান ৮১ ও শচীন ধাস ৯৬ রান করেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারতীয় দল। টিম ইন্ডিয়া এই খেতাব জিতেছে ৫ বার। ২০০০ সালে প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব জয়। তারপরে টিম ইন্ডিয়া ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে ট্রফি জিতেছিল।