সুযোগ হাতছাড়া ব্লু-টাইগার্সদের, অমীমাংসিত ভারত-কুয়েত ম্যাচ

শেষ হল ভারত-কুয়েত (India-Kuwait) হাইভোল্টেজ ম্যাচ। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হল এই খেলা। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। আসলে আজ শুরু থেকেই…

Sunil Chhetri retires as India’s highest goalscorer with 94

শেষ হল ভারত-কুয়েত (India-Kuwait) হাইভোল্টেজ ম্যাচ। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হল এই খেলা। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। আসলে আজ শুরু থেকেই একাধিকবার গোলের সহজ সুযোগ তৈরি করেছিল ভারতীয় দলের ফুটবলাররা‌। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। অপরদিকে, ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল ছেত্রী।

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছিল ভারতীয় দলের অধিনায়ককে। মাঝমাঠ থেকে যতবারই আক্রমণ সংগঠিত হয়েছে প্রতিপক্ষের রক্ষনভাগে চাপ বাড়াতে দেখা গিয়েছে ছেত্রীকে। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ আসলেও তা ফিনিশ করা সম্ভব হয়নি। তবে প্রতি আক্রমণে উঠতে ভোলেনি প্রতিপক্ষ ফুটবল দল।

   

প্রথমার্ধে ব্লু-টাইগার্সদের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধের একাধিক সময় ভারতীয় দলের রক্ষনভাগে হানা দেয় আল হাজেরির কুয়েত দল। তবে গুরপ্রীত সিং সিন্ধুর দক্ষ হাতের দৌলতে একাধিকবার পতন রোধ করা সম্ভব হয়ে দাঁড়ায়। নাহলে আজ যথেষ্ট চাপে পড়তে হত ইগর স্টিমাচের ছেলেদের।