Asian Youth Para Games: ভারতের ঝুলিতে পদকের ছড়াছড়ি

Asian Youth Para Games

Sports Desk: এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে ৪ ডিসেম্বর বাহারিনে ভারতের ঝুলিতে একগুচ্ছ পদকের ডালি।
সঞ্জনা কুমারী স্বর্ণপদক মহিলাদের একক SL3 ক্যাটাগরিতে । নিথ্যা সিভান এবং আদিত্য রুপোর পদক মিক্সড ডাবলস SH6 ক্যাটাগরিতে। আদিত্য কুলকার্নি ব্রোঞ্জ পদক পুরুষদের একক SH6 ক্যাটাগরিতে।

বাহারিনে আয়োজিত এই প্যারা গেমসে কার্তিক মুরলীকৃষ্ণা ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে F-37ক্যাটাগরিতে।

   

মেধা জয়ন্ত শট পুটে ব্রোঞ্জ পদক জিতেছেন, F33/34।লক্ষিত শট পুটে ব্রোঞ্জ পদক জিতেছেন, F54 ক্যাটাগরিতে।রাহুল হাই জাম্পে রুপোর পদক জিতেছেন, 1.65M-T42 ক্যাটাগরিতে।

প্রবীণ কুমার হাই জাম্পে গোল্ড মেডেল জিতেছেন, 2.0M -T44 ক্যাটাগরিতে।বিকাশ ভাটিওয়াল ডিসকাস থ্রোতে গোল্ড মেডেল জিতেছেন F46 ক্যাটাগরিতে।ম্যাফি এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে 400M, T46 দৌড়ে রৌপ্য পদক জিতেছেন। দেবাশী সতীজা 100 মিটার সাঁতারে রুপোর পদক জিতেছেন এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে ব্রেস্ট স্ট্রোকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন