World Cup Qualifier: বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলে?

World Cup Qualifier: গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সফল থেকেছে ভারতীয় ফুটবল দল। কোচ ইগর স্টিমাচের পরিকল্পনার পাশাপাশি অধিনায়ক সুনীল ছেত্রীর অনবদ্য দক্ষতার দরুন সেবার…

Indian Football Team Announced for World Cup Qualifiers

World Cup Qualifier: গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সফল থেকেছে ভারতীয় ফুটবল দল। কোচ ইগর স্টিমাচের পরিকল্পনার পাশাপাশি অধিনায়ক সুনীল ছেত্রীর অনবদ্য দক্ষতার দরুন সেবার ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ।

সব ক্ষেত্রেই ব্লু টাইগার্সদের সক্রিয়তা থেকেছে ব্যাপকভাবে। সেই ধারা বজায় রেখেই পরবর্তী টুর্নামেন্ট গুলি খেলার পরিকল্পনা ছিল ভারতীয় ফুটবল দলের। কিন্তু তা আদতে ও সম্ভব হয়নি। গত এশিয়ান গেমস থেকেই ছন্দ হারিয়েছে দল। পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও তা কার্যকরী হয়নি। এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে সকলের যথেষ্ট আশা থাকলেও ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে সেভাবে প্রভাব লক্ষ্য করা যায়নি।

যার দরুন ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই। যা নিয়ে প্রচন্ড হতাশ দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। তবে এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায় ব্লু টাইগার্স। আগামী ২২শে মার্চ তাদের এই পর্বের প্রথম ম্যাচ খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে। যেটি আয়োজিত হবে ডামাক স্টেডিয়ামে।

তারপর কয়েকটা দিন বিশ্রাম। ২৬ শে মার্চ এই দলের বিপক্ষেই ফিরতি ম্যাচ। যেটি আয়োজিত হবে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। সেই মর্মেই আজ কিছু সময় আগে ৩৫ জনের একটি স্কোয়ার্ড ঘোষণা করা হয় জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের তরফ থেকে। সেই অনুযায়ী এবার গোলরক্ষক হিসেবে থাকছেন, গুরপ্রীত সিং সিন্ধু, অমরিন্দর সিং, ফূর্বা লাচেনপা এবং বিশাল কাইথ।

দলের ডিফেন্ডার হিসেবে থাকছেন, প্রীতম কোটাল, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্রা, শুভাশিস বসু, রাহুল ভেকে, নিখিল পূজারী, নরেন্দর গেহলট, আনোয়ার আলী, জয় গুপ্তা, রোশান সিং, অময় গনেশ রানাওয়াত। পাশাপাশি মাঝমাঠ সামাল দেওয়ার জন্য এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন নাওরে মহেশ সিং, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, ব্রান্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, রালতে, ইমরান খান, জ্যাকসন সিং, দীপক টাংড়ি, লালথাঙ্গা। সব শেষে আক্রমণ ভাগে ঝড় তোলার জন্য অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে থাকছেন ঈশান পান্ডিতা, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে,ইশাক, রাহুল পারভিন এবং নন্দকুমার শেখর।