দুবাইতে পাকিস্তান’কে ৫ উইকেটে হারিয়ে দারুণ ভাবে এশিয়া কাপ অভিযান শুরু করলো ভারত।যদিও শেষের দিকে পাকিস্তানের বোলারদের সৈজন্যে ম্যাচ জমে উঠেছিলো।
এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক রোহিত শর্মা । জবাবে ১৪৭ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।পাকিস্তানের তরফে সর্বোচ্চ স্কোরার মহম্মদ রিজওয়ান, তিনি করেছিলেন ৪৩ রান।
ভারতের তরফে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।তিনি নেন ৪ টি উইকেট, এছাড়া হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩ টি উইকেট, ২ টি অর্শদীপ এবং ১ টি আভেশ খান।গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন বাবর আজম ।(১০)
১৪৮ রানের টার্গেট চেজ করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত কে এল রাহুলের উইকেট হারিয়ে।প্রাথমিক ধাক্কা খেয়ে রোহিত শর্মা – বিরাট কোহলি মিলে পরিস্থিতি সামাল দেয়।যদিও তারা দুজনে পরপর আউট হলে ম্যাচে খানিকটা চাপে পরে যায় ভারত।
এরপর জাদেজা এবং সূর্য কুমার মিলে হাল ধরে দলে।দুজনের উপর জুঁটিতে তিরিশের উপর রান জোড়ে।কিন্তু এরপর আউট হয়ে যায় সূর্য কুমার । পরবর্তী সময়ে হার্দিক এসে,জাদেজার সাথে জুঁটি বেধে প্রবল চাপের মধ্যেও ম্যাচ – এ জয় এনে দেয় ভারতকে।