সদ্য ব্যাঙ্ককে থমাস কাপের (Thomas Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচে কানাডার বিপক্ষে দাপুটে জয়লাভ করলো ভারতীয় শাটলার’রা।এদিনের ম্যাচে ৫-০ স্কোরলাইনে জয়লাভ করেছে ভারত।এই জয়ের ফলে গ্রুপ সি’র পরপর দুই ম্যাচে জয়লাভ করলো ভারত,পাশাপাশি পৌঁছে গেলো নক আউট পর্বে।
গ্রুপ সি’তে পরপর দুই ম্যাচে জয়লাভ করেছে শুধুমাত্র ভারত এবং চাইনিজ তাইপে।দুই দেশ’ই পৌঁছে গেছে নক আউট পর্বে।বুধবার শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দেশ।এই ম্যাচে যে দল জিতবে, তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ান।অন্যদিকে গ্রুপ পর্বের দুই ম্যাচে হারের ফলে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জার্মানি এবং কানাডা।
এদিন কানাডার বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেওয়া হয় লক্ষ্য সেন’কে।ম্যাচে ভারতের তরফে শুরু করেন কিদাম্বি শ্রীকান্ত।প্রথম ম্যাচে হারলেও পরবর্তী সেট থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারত,২০-২২, ২১-১১, ২১-১৫ ফলাফলে ম্যাচে জয়লাভ করেন তিনি।ডাবলসের ম্যাচে জ্যাসন অ্যান্টনি-কেভিন জুটি’কে ২১-১২, ২১-১১ ফলাফলে হারিয়ে দেয় সাত্যকিসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।এইচ এস প্রনয় ২১-১৫, ২১-১২ ব্যবধানে বিআর সনক্রিতের বিরুদ্ধে জয়লাভ করেন।অন্য ডবলসের ম্যাচে ডঙ্গ অ্যাডাম এবং নাইল ইয়াকুরা জুটিকে ২২-১৫, ২১-১১ব্যবধানে হারায় কৃষ্ণ প্রসাদ এবং বিষ্নুবর্ধন গৌড়।শেষ ম্যাচে ভিক্টর লাইকে ২১-১৩, ২০-২২, ২১-১৪ ফলাফলে হারায় প্রিয়াংশু রাজাওয়াত।ফলে ৫-০ ব্যবধানে কানাডা’কে হারিয়ে নক আউটে পৌঁছে গেলো ভারত।