AFC Asian Cup: হংকংয়ের বিরুদ্ধে না খেলেই এএফসি কাপের মূলপর্বে ভারত

কার্যত নিয়ম রক্ষার ম‍্যাচ হয়ে দাড়ালো ভারতের হংকংয়ের বিরুদ্ধে চুড়ান্ত বাছাই পর্বের শেষ ম‍্যাচ।খেলতে নামার আগেই মূলপর্বে জায়গা করে নিল ব্লু টাইগাররা। ৪-০ গোলে প‍্যালেস্তাইন’কে…

afc asian cup india

কার্যত নিয়ম রক্ষার ম‍্যাচ হয়ে দাড়ালো ভারতের হংকংয়ের বিরুদ্ধে চুড়ান্ত বাছাই পর্বের শেষ ম‍্যাচ।খেলতে নামার আগেই মূলপর্বে জায়গা করে নিল ব্লু টাইগাররা। ৪-০ গোলে প‍্যালেস্তাইন’কে ফিলিপিন্স হারিয়ে দেওয়ার ফলে পাঁচ নম্বর বারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ‍্যতা অর্জন করে নিল ভারত।

টুর্নামেন্টের মূলপর্বে খেলার জন্য ১৩ টি দল এর আগেই নিশ্চিত হয়েছিল।পরের ১১ টা স্থানে জন্য চলছিল লড়াই ২৪ টি দলের মধ্যে, যার মধ্যে ছিলো ভারত’ও।২৪ টি দলকে ছয়টি গ্রুপে বিভক্ত করা হয়েছে।ছয় গ্রুপের চ‍্যাম্পিয়ান এবং রানার্স দলের মধ্যে ৫ টি দল মূলপর্বে খেলার যোগ‍্যতা অর্জন করবে।

টানা ২ ম‍্যাচে কম্বোডিয়া এবং আফগানিস্তান’কে হারিয়ে ভারতের পয়েন্ট সংখ্যা হয়ে দাড়িয়েছে ৬।দ্বিতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে সুনীলরা,কারণ ফিলিপিন্স শেষ করেছে ৪ পয়েন্ট নিয়ে।অর্থাৎ কার্যত গুরুত্বহীন হয়ে পড়লো মঙ্গলবারের ম‍্যাচ,কারণ ম‍্যাচের ফলাফল যাই হোক,ভারত এশিয়া সেরা দল হওয়ার লড়াইয়ে নামছেই।