Eden Gardens: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লড়াই দেখতে চলেছে ইডেন গার্ডেন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের জন্য সংশোধিত ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই,শনিবার।তিন ম্যাচের ওডিআই এবং সম সংখ্যক ম্যাচের টি২০ সিরিজ খেলতে ক্যারিবিয়ান টিম ভারত সফরে আসবে…

India and West Indies cricket

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের জন্য সংশোধিত ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই,শনিবার।তিন ম্যাচের ওডিআই এবং সম সংখ্যক ম্যাচের টি২০ সিরিজ খেলতে ক্যারিবিয়ান টিম ভারত সফরে আসবে ফেব্রুয়ারি মাসে।কলকাতার ইডেন গার্ডেনে  (Eden Gardens) হবে তিন ম্যাচের টি২০ সিরিজের সবকটি খেলা।এদিন প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের ভেন্যুতে পরিবর্তন ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সাদা বলের সিরিজ খেলতে আসবে।

তিনটি ওয়ানডে এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদে এবং তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।পূর্ব ঘোষিত হিসেবে সিরিজটি ৬টি ভেন্যুর পরিবর্তে দুটি ভেন্যুতে করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সাম্প্রতিক কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে।

প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের ভ্রমণ এবং চলাচল কমিয়ে বায়োসিকিউরিটি ঝুঁকি কমানোর জন্য করা হয়েছে।

৬,৯,১১ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবং তিন ম্যাচের টি২০ সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেনে ১৬,১৮,২০ ফেব্রুয়ারি।