কিছু কিছু খেলোয়াড়দের জন্মই হয় বড় ম্যাচে অতিমানবিক পারফরম্যান্স করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে জয়ের শৃঙ্গে পৌঁছে দেয়ার জন্য। চলতি বেঙ্গালুরু টেস্টের (IND vs NZ 1st Test Day 3 Score) দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির পারফরম্যান্স সে কথাই মনে করাচ্ছে বারবার। প্রথম ইনিংসে ব্যাট হাতে শূন্য রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭০ রান করে কোহলি বোঝালেন ‘কামব্যাক’ শব্দটির সঙ্গে শুধুমাত্র তাঁর নামটিই যুক্ত করা উচিত। কোহলি ছাড়াও নিজেকে প্রমান করলেন সরফরাজ খান ( ৭০*)। কোহলি-সরফরাজের দৌলতেই দ্বিতীয় ইনিংসে তিন উইকেট খুইয়ে ২৩৩ রান করেছে ভারত। কোহলি-সরফরাজ ছাড়াও রান পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ( ৫২)।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে ভারতের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান পূর্ণ করলেন তিনি। তার আগে শুধুমাত্র সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় এই মাইলফলক ছুঁতে পেরেছিলেন।
𝟗𝟎𝟎𝟎 𝐓𝐞𝐬𝐭 𝐫𝐮𝐧𝐬 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠….
A career milestone for @imVkohli 👏👏
He is the fourth Indian batter to achieve this feat.#INDvNZ @IDFCFIRSTBank pic.twitter.com/Bn9svKrgtl
— BCCI (@BCCI) October 18, 2024
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। এই সময়ে, তিনি ৪২ তম ওভারের চতুর্থ বলে একটি সিঙ্গেল নিয়ে তার টেস্ট ক্যারিয়ারে 9 হাজার রান পূর্ণ করেন। তার ইনিংসটিও গুরুত্বপূর্ণ কারণ টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের ভিত্তিতে নিউজিল্যান্ডের ৩৫৬ রানে পিছিয়ে ছিল।
বিরাট যখন মাঠে নামেন, তখন স্কোরবোর্ড ৭২ রানেই প্রথম উইকেট পড়ে গেছে ভারতের। তাই ভারতকে ম্যাচে টিকিয়ে রাখতে তাঁর একটি দুর্দান্ত ইনিংস আশা করেছিলেন সমর্থকরা। ক্রিকেট ভক্ত ও টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণেরও চেষ্টা করেছেন তিনি। যশস্বী জয়সওয়াল (৩৫) আউট হওয়ার পর, অধিনায়ক রোহিত শর্মার (৫২) উইকেট পড়ে গেলে বিরাট কোহলি ধীরে ধীরে দায়িত্ব নিতে শুরু করেন। হাফ সেঞ্চুরি করার পর দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন ভারত অধিনায়ক। এর পরই তরুণ সরফরাজ খানের সঙ্গে ইনিংসের হাল ধরেন কোহলি।
রচিনের একশো, সাউদির পঞ্চাশেই ভারতের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে নিউজিল্যান্ড
এদিন বিরাট এবং সরফরাজের জুটিতেই ২০০ রানের গন্ডি টপকায় নিউজিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষের কিছুক্ষন আগে বিরাট আউট হয়ে ফিরলেও অপরাজিত রয়েছেন সরফরাজ। এদিন ৭৮ বল খেলে ৭টি চার এবং একটি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজান সরফরাজ। কোহলি মেরেছেন ৮ টি চার এবং একটি ছক্কা। যে গতিতে খেলছিলেন তাতে আউট না হলে পরের দিন নির্ধিদ্বায় নিজের শতরান পূরণ করতে পারতেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই মুখোমুখি ভারত-পাকিস্তান! জানুন সম্পূর্ণ তথ্য
প্রসঙ্গত উল্লেখ্য যে ৯ হাজার রানের মাইলফলক ছুঁতে (IND vs NZ 1st Test Day 3 Score) ১৯৭ ইনিংস সময় লাগল বিরাট কোহলির। তাঁর আগে সুনীল গাভাস্কারই প্রথম ব্যাটসম্যান যিনি ভারতের হয়ে টেস্টে ৯ হাজার রান করেছিলেন। তিনি ১৯২ ইনিংস নিয়েছিলেন। অন্যদিকে, ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন শচীন টেন্ডুলকার। শচীন ১৭৯ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, যেখানে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় সর্বনিম্ন ১৭৬ ইনিংস নিয়েছিলেন।