ঢাকঢোল বাজালেও থামল না বৃষ্টি, দ্বিতীয় দিনের শেষে ভোগান্তি ‘কানপুর’কে ঘিরে

আবার ভেস্তে যেতে চলেছে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি গুরুত্ত্বপূর্ণ ম্যাচ। কারণটা অবশ্য সেই ভারী বৃষ্টিই। বেশ কিছুদিন আগেই উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা স্টেডিয়ামে আফগানিস্তান বনাম…

আবার ভেস্তে যেতে চলেছে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি গুরুত্ত্বপূর্ণ ম্যাচ। কারণটা অবশ্য সেই ভারী বৃষ্টিই। বেশ কিছুদিন আগেই উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা স্টেডিয়ামে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এবার সেপথেই এগোচ্ছে কানপুরে অনুষ্ঠিত চলতি ভারত-বাংলাদেশ (IND vs BAN) সিরিজে দ্বিতীয় ম্যাচের গতিপথ। কখনও ঝিরিঝিরি বা কখনও অতিভারী বৃষ্টিতে আজ দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করে দিলেন আম্পায়াররা। তবে একটি বলও খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলেও প্রায় হাজার পাঁচেক দর্শক খেলা দেখতে উপস্থিত ছিলেন এদিন। তাঁদের মধ্যে বেশ কিছুজন ঢাকঢোল এনে বাজালেও বৃষ্টি কমার কোনো নামগন্ধই হয়নি।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, বিস্তারিত ঘটনা জানুন 

   

চলতি ভারত বনাম বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে লজ্জার হার হারেন টাইগাররা। চিপকে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। তাই কানপুরে এই টেস্ট তাঁদের কাছে ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু কানপুরে খেলা শুরু হতেই ফের ফুটে ওঠে বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থার চিত্র। মাত্র ৮ ওভারের মাথাতেই ওপার বাংলার ওপেনার জাকির হাসানকে তুলে নেন এপার বাংলার পেসার আকাশদীপ। আরেক ওপেনার সাদমানকেও দুর্দান্ত ইনসুইংগিং ইয়র্কারে আউট করেন বাংলার পেসার।

শুরুতে দুই ঝটকা পাওয়া বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত এবং মোমিনুল। তবে শান্তও বেশিক্ষন ক্রিজে থাকতে পারেননি। উইকেটে স্পিন ধরতে শুরু করলেই লাঞ্চের আগেই অধিনায়ক রোহিত শর্মা নিয়ে আসেন অশ্বিনকে। আর ক্রিজে এসেই বাংলাদেশ অধিনায়কের উইকেটটি তুলে নেন অশ্বিন। শান্ত আউট হওয়ার পর থেকেই শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টি শুরু হওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেটে করে ১০৭ রান। মোমিনুল হক (৪০) ও অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম (৬) রানে অপরাজিত রয়েছেন টাইগারদের হয়ে।

আরও পড়ুন: অবসরের পরই নতুন দায়িত্ব! কেকেআরে এলেন ধোনির প্রাক্তন সতীর্থ

আজ বৃষ্টির কারণে সকাল থেকেই পুরো মাঠ ছিল ঢাকা। দুই দলও মাঠে এসে হোটেলে ফিরে যায়। কিন্তু দর্শকদের ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ কিছুক্ষণ পর পর মনোযোগ কেড়ে নেয়। মনে হচ্ছিলো খেলা দেখতে নয় , ঢাকঢোল বাজিয়েই ‘বরুণদেবকে’ সন্তুষ্ট করতে এসেছেন তাঁরা। এছাড়াও ধারাভাষ্যকারদের কেউ মাঠের দিকে গেলেই হইচই শুরু হয় গ্যালারিতে। কিছু সময়ের জন্য বৃষ্টি থামার পর মাঠের জল সরানোর কাজ শুরু করলেই মাঠকর্মীরা পাচ্ছিলেন বিশাল হাততালি।  এছাড়াও উত্তেজিত দর্শকদের আইপিএলের জিঙ্গেল ছেড়ে জাগিয়ে রাখছিলেন স্টেডিয়ামের ডিজেও।

এছাড়াও এদিন প্রেসবক্সে ধরা পড়ে সৌহার্দ্যের ছবি। হিন্দি ধারাভাষ্যকার এবং প্রাক্তন ভারতীয় তারকা আর পি সিংএবং প্রাক্তন বাংলাদেশ তারকা ক্রিকেটার তামিম ইকবালকে একসাথে আড্ডা দিতে দেখা গেছে আজ সকালে। এছাড়াও হর্ষ ভোগলে,যতীন সাপ্রুরাও খোশমেজাজে আড্ডা দিয়েছেন প্রতিবেশী বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে।

আরও পড়ুন: কামিন্সের শতরানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল শ্রীলংকা

প্রসঙ্গত উল্লেখ্য যে এই টেস্ট খেলা না হলে সিরিজ জিতবে ভারতই। এছাড়াও ড্র করলেও আখেরে লাভ রোহিত শর্মার দলেরই। পয়েন্ট টেবিলে আরও একধাপ এগিয়ে যাবেন তাঁরা। তাই খেলা শুরু হলে লাভ থাকছে বাংলাদেশ। তবে পয়েন্ট টেবিলে এগোতে হলে বিশাল ব্যবধানে জিততে হবে শান্ত এন্ড কোম্পানিকে। তবে আপাতত কানপুরের আকাশ যেভাবে কাঁদছে,তাতে টেস্টের আরও একটি দিন বৃষ্টির গর্ভে মিলিয়ে যাওয়ার আশঙ্কাই এখন বেশি।

Advertisements