IND vs AFG: রোহিত-রিংকুর নামে তিনটে বিশ্বরেকর্ড

ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও ভারত জিতেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ইনিংস মুখ থুবড়ে পড়ে।…

Rohit Sharma and Rinku Singh

ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও ভারত জিতেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ইনিংস মুখ থুবড়ে পড়ে। পঞ্চম ওভার পর্যন্ত ২২ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর ক্রিজে হাজির হন রোহিত শর্মা ও রিঙ্কু সিং জুটি। এরপর দুজনেই আফগানিস্তানকে এতটাই বিধ্বস্ত করেন যে, শেষ বল পর্যন্ত ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২১২ রান। দুজনে অপরাজিত ১৯০ রান যোগ করে তিনটি বড় বিশ্বরেকর্ড গড়েন।

১) ভারতের হয়ে সবচেয়ে বড় টি-টোয়েন্টি জুটি
১৯০ অপরাজিত – রোহিত শর্মা, রিঙ্কু সিং (আফগানিস্তানের বিপক্ষে, ২০২৪)
১৭৬- সঞ্জু স্যামসন, দীপক হুডা (আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২২)
১৬৫- রোহিত শর্মা, লোকেশ রাহুল (শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৭)
১৬৫- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০২৩)

   

২) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বাধিক রান
যুবরাজ সিং- ৩৬ রান, প্রতিপক্ষ ইংল্যান্ড (স্টুয়ার্ট ব্রড, ২০০৭)
কাইরন পোলার্ড- ৩৬ রান, বনাম শ্রীলঙ্কা (আকিলা ধনঞ্জয়া, ২০২১)
রোহিত শর্মা, রিঙ্কু সিং- ৩৬ রান, বনাম আফগানিস্তান (করিম জানাত, ২০২৪)

৩) টি-টোয়েন্টিতে পঞ্চম কিংবা তার উইকেটের নিচে সবচেয়ে বড় জুটি
রিঙ্কু সিং ও রোহিত শর্মার এই পার্টনারশিপ টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে পঞ্চম বা উইকেটের নিচে সবচেয়ে বড় জুটি। এর আগে ২০২৩ সালে হংকংয়ের বিপক্ষে ১৪৫ রানের জুটি গড়েছিলেন নেপালের দিপেন্দ্র আয়ার ও কুশল মাল্লা।