ধোনির তরুণ ব্রিগেডের সামনে বাঁচা-মরার লড়াইয়ে KKR ?

আইপিএল ২০২৫ (IPL 2025) গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচে জয়ের বিকল্প নেই। আজ কলকাতায় (Kolkata)…

KKR’s V3 Dominates as Defending Champions Crush SRH by 80 Runs in IPL 2025

আইপিএল ২০২৫ (IPL 2025) গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচে জয়ের বিকল্প নেই। আজ কলকাতায় (Kolkata) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআরের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (CSK)। যদিও এই মরসুমে সিএসকে ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে, তবুও তাদের হারানোর কিছু নেই, আর সেই কারণে লড়াইটাও হতে চলেছে সমানে সমান।

যুদ্ধ আবহে ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কায় IPL ২০২৫! বদলাতে পারে ট্রাভেল প্ল্যান

   

গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের ১ রানের রুদ্ধশ্বাস জয় দলকে আত্মবিশ্বাস দিলেও, ধারাবাহিকতার অভাব এখনো তাদের বড় সমস্যা। দলের ব্যাটিং লাইনআপে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়ের ব্যাট আজও নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠবে কিনা, সেটাই দেখার বিষয়। রাসেল গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতাতে সাহায্য করেছিলেন। রিঙ্কুও ফিনিশারের ভূমিকা পালন করতে গিয়ে আবার নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। তবে দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হিসেবে উঠে এসেছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং তরুণ অঙ্কৃষ রঘুবংশী।

স্পিন এবং মিডল ওভার বোলিংয়ে সমস্যা থাকলেও হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর মত বোলাররা ছন্দে ফিরছেন। বৈভব অরোরাও নতুন বল হাতে বেশ কার্যকর। তবে রিয়ান পরাগের বিরুদ্ধে আগের ম্যাচে যেভাবে কেকেআর বোলিংয়ে পথ হারিয়েছিল, তা এখনো ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে।

এদিকে, চেন্নাই সুপার কিংস সম্পূর্ণ অন্য মেজাজে নামবে আজকের ম্যাচে। হারানোর কিছু নেই, শুধু তরুণদের সুযোগ দেওয়া—এই নীতিতেই চলছে দল। ধোনি যদিও প্র্যাকটিসে ছিলেন না, তবে তিনি আজকের ম্যাচে খেলবেন বলেই জানিয়েছেন সিএসকের বোলিং কোচ। এটাই হয়ত তার শেষ ইডেন সফর, তাই আবেগের পারদও থাকবে চরমে।

মানোলোর আতসকাঁচে জাতীয় দলে সুযোগ তিন তরুণ তুর্কির!

সিএসকের তরুণদের নিয়ে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। আয়ুষ মাহত্রে, শেখ রশিদ, ডিওয়াল্ড ব্রেভিস—এই তিনজনই সাম্প্রতিক ম্যাচগুলোয় নজর কাড়ার মতো পারফর্ম করেছেন। মাহত্রে তো গত ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। উর্ভিল প্যাটেল আজকের ম্যাচে অভিষেক করতে পারেন কিপার-ব্যাটার বংশ বেদীর পরিবর্তে। পাশাপাশি স্যাম কারান, রবীন্দ্র জাডেজা এবং শিবম দুবের অভিজ্ঞতা ব্যাটিং লাইনআপে ভারসাম্য এনে দেবে।

বল হাতে পাথিরানা এবং নুর আহমেদ দারুণ ফর্মে রয়েছেন। তবে কেকেআরের ব্যাটিং শক্তির সামনে তাদের পরীক্ষা দিতে হবে। বিশেষ করে পাওয়ার হিটিং স্কিলের জন্য পরিচিত রাসেল, নারিন, রিঙ্কুদের সামলানো মোটেই সহজ হবে না।

অন্তিম লগ্নে ‘অপারেশন সিঁদুরে’র প্রভাব পড়ছে আইপিএলে? বড় সিদ্ধান্ত নিল BCCI

আজকের ম্যাচে কেকেআরের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে স্পিন অলরাউন্ডার মইন আলিকে রাখা হবে, না রোভম্যান পাওয়েলকে ফেরানো হবে—তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দু’জনেই ম্যাচ উইনার, তবে দলের কম্বিনেশন অনুযায়ী হয়তো মইনের অলরাউন্ডার ভূমিকা কেকেআরকে ব্যালান্স এনে দিতে পারে।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অঙ্কৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি/রোভম্যান পাওয়েল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।

জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেলেন বাগানের ৭ ফুটবলার

চেন্নাই সুপার কিংস: আয়ুষ মাহত্রে, শেখ রশিদ/উর্ভিল প্যাটেল, স্যাম কারান, ডিওয়াল্ড ব্রেভিস, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, দীপক হুডা, খলিল আহমেদ, নুর আহমেদ, অংশুল কম্বোজ, মাতিসা পাথিরানা।

এই ম্যাচে জয় মানেই প্লে-অফের দৌড়ে এক ধাপ এগিয়ে যাওয়া, আর হার মানেই বিদায়ের ঘণ্টা। এখন দেখার, তরুণদের আত্মবিশ্বাস না অভিজ্ঞদের লড়াই—কে জেতে ইডেনের মঞ্চে।

Advertisements