World Cup: কিং কোহলির শতরানে চাপা পড়ল টাইগারদের হুঙ্কার

বিশ্বকাপ ২০২৩ এ অপ্রতিরোধ্য ভারত। চার ম্যাচের মধ্যে চারটিতে জিতল দল। বৃহস্পতিবার পঞ্চমীর দিন বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।…

Team India Triumphs Over Bangladesh

বিশ্বকাপ ২০২৩ এ অপ্রতিরোধ্য ভারত। চার ম্যাচের মধ্যে চারটিতে জিতল দল। বৃহস্পতিবার পঞ্চমীর দিন বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।

২০০৭ সালের বিশ্বকাপের পর ভারতকে বিশ্বকাপের মঞ্চে হারাতে পারেনি ভারত। এবারেও ম্যাচের আগে ফেভারিট ছিল টিম ইন্ডিয়া। তবুও আইসিসির সেরা ইভেন্টে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। দুর্গোৎসবের মধ্যেও ভারতের ম্যাচের দিকে চোখ রাখছিলেন অনেকে। নিরাশ করলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নিখাদ টিম গেমের জোরে বাংলাদেশকে হারাল ভারত। ৫১ বল বাকি থাকতে হয়েছে ম্যাচের ফয়সালা।

   

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান (৫১) ও লিটন দাস (৬৬)। প্রথম উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ। এরপরেই একের পর এক উইকেটের পতন। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের ৩৮ ও মাহমুদুল্লাহ রিয়াজের ৪৬ রানের ইনিংসের সুবাদে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই দিয়েছিল বাংলাদেশ। ভারতের হয়ে এদিন দুটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। ৫০ ওভারে বাংলাদেশের স্কোর ২৫৬ রান।

রান তাড়া করতে নেমে খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হয়নি ভারতকে। শ্রেয়স আইয়ার ছাড়া টপ অর্ডারের প্রত্যেকেই ভালো রান করেছেন। ফর্মে থাকা অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৪৮ রান, শুভমন গিল করেছেন ৫৩ রান। তবে ম্যাচের হিরো বিরাট কোহলি। ভারতকে জিতিয়ে ১০৩ রানে অপরাজিত থেকেছেন তিনি।