Israel Hamas War: ‘জ্বালানিতে মারবেন না’ শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের আবেদনে নরম আমির

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: কাতারি আমির সমীপে রাষ্ট্রদূতেরা। তাদের ঘন ঘন আবেদন ‘কিছু করুন। এভাবে আরব বিশ্বকে আলাদা হতে দেবেন না’। নিজেদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: কাতারি আমির সমীপে রাষ্ট্রদূতেরা। তাদের ঘন ঘন আবেদন ‘কিছু করুন। এভাবে আরব বিশ্বকে আলাদা হতে দেবেন না’। নিজেদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বলে বিশ্ব মঞ্চে ফটোশেসন করা রাষ্ট্রপ্রধানদের আকুক্তি জ্বালানি সরবরাহ স্থগিত করবেন না। সেই আকুক্তি আমিরের কাছে পৌঁছে দিচ্ছেন রাষ্ট্রদূতরা। গাজা ও ইজরায়েলের মৃত্যুকূপের পাশাপাশি আমি নজর রেখেছি সোনার বৈভব ঝলকে ঝলমল করা লুসাইল প্যালেসে। এখানেই বিশ্বের সর্বশক্তিধর দেশগুলির প্রতিনিধিদের সাথে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৈঠক করছেন। দোহা ঘিরে জ্বালানি কূটনীতি চলছে।

কিছুক্ষণ আগে কাতার সরকার ঘোষণা করল, ইউরোপ সহ বিশ্বে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা বন্ধ হবে না। দোহার এই ঘোষণার পর বিশ্ব জুড়ে স্বস্তি নামল। কারণ, গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের হামলার প্রেক্ষিতে পুরো আরব দুনিয়া সাময়িক বার্তালাপ বন্ধ করেছে। এরপরই রটে যায়, বিশ্বকে জ্বালানি দেওয়া বন্ধ করবে আরব ব্লকের দেশগুলি। জেট গতিতে সেটি বিশ্বজুড়ে ছড়ায়। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে প্রভাব পড়তে শুরু করে। অবশেষে কাতার স্বস্তির বার্তা দিল।

গত ৭ অক্টোবর দিনটি প্যালেস্টাইন ও ইজরায়েল দ্বন্দ্বের রক্তাক্ত একটি অধ্যায় বিশ্ব ইতিহাসের সালতামামিতে এসেছে। ওই দিন ফিলিস্তিনি ভূখণ্ড গাজা থেকে হামাস গোষ্ঠির হাজার হাজার রকেট হামলা হয়েছিল। হামাস ভেঙে দিয়েছিল ইজরায়েলের অতি আলোচিত সুরক্ষা বলয়। এমনকি ইজরায়েলের ভিতরে ঢুকে গণহত্যা চালিয়েছিল হামাস। এরপরই প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। তাদের হামলায় হামাস শাসনে থাকা গাজায় মৃত্যু মিছিল চলছে। কমপক্ষে দেড় হাজার শিশু মৃত।

গাজায় ঢুকে হামলা না করতে কাতারের আমির বার্তা দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধু ইজরায়েলকে। মার্কিন প্রেসিডেন্ট সেই বার্তা মেনে নেন। তবে তাঁর ইজরায়েল সফরের মাঝে গাজার আহলি আরব হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ যাবতীয় কূটনৈতিক প্রক্রিয়াকে থামিয়ে দেয়। আরব দুনিয়ার দেশগুলির হুমকি আসতে থাকে। ইজরায়েল সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ড বাইডেন ফিলিস্তিনিদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন। আরব বিশ্বকে হাতে রাখার কৌশলটি কতটা কার্যকর হবে তা বাইডেনের ভাষণ থেকে স্পষ্ট হবে। তিনি আরব জাতির দেশগুলির জন্য ভাষণ দেবেন।