বাঙালি বন্ধুদের সঙ্গে আর ফিশ ডিনার খাওয়া হল না পাকিস্তানি সুন্দরীর

ভারতকে হারাবে বাংলাদেশ, স্ক্রিনশট নিয়ে রাখুন। চ্যালেঞ্জ করে বলেছিলেন পাকিস্তানের অভিনেত্রী। তিনি এ-ও বলেছিলেন, ভারতকে হারাতে পারলে বাঙালি বন্ধুদের সঙ্গে যাবেন ফিশ ডিনারে। সেটা বোধহয়…

Pakistani Actress Sehar Shinwari

ভারতকে হারাবে বাংলাদেশ, স্ক্রিনশট নিয়ে রাখুন। চ্যালেঞ্জ করে বলেছিলেন পাকিস্তানের অভিনেত্রী। তিনি এ-ও বলেছিলেন, ভারতকে হারাতে পারলে বাঙালি বন্ধুদের সঙ্গে যাবেন ফিশ ডিনারে। সেটা বোধহয় আর হল। কারণ ভারতের বিরুদ্ধে পরাজিত বাংলাদেশ।

বিশ্বকাপের আবহে আচমকা বিতর্কের কেন্দ্রে এসে গিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি (Sehar Shinwari)। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছিলেন, “আমার বাঙালি বন্ধুরা (বাংলাদেশ) আমাদের (পাকিস্তান) হয়ে প্রতিশোধ নেবে। যদি ওদের দল ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং বাঙালি ছেলেদের সঙ্গে ফিশ ডিনার করবো।” বিশ্বকাপ ২০২৩ এ ভারতের বিরুদ্ধে পাকিস্তান পরাস্ত হওয়ার পর এমনটা বলেছিলেন অভিনেত্রী।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ফল ইতিমধ্যে ক্রিকেট প্রেমীরা জানেন। লড়াই দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু ফর্মে থাকা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তা যথেষ্ট ছিল না। বিশেষত বিরাট কোহলি সেঞ্চুরি করার পর ম্যাচের ফলাফল নিয়ে আর কোনো সংশয় ছিল না ক্রিকেট উৎসাহীদের মনে।

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান (৫১) ও লিটন দাস (৬৬)। প্রথম উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ। এরপরেই একের পর এক উইকেটের পতন। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের ৩৮ ও মাহমুদুল্লাহ রিয়াজের ৪৬ রানের ইনিংসের সুবাদে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই দিয়েছিল বাংলাদেশ। ভারতের হয়ে এদিন দুটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। ৫০ ওভারে বাংলাদেশের স্কোর ২৫৬ রান।

রান তাড়া করতে নেমে খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হয়নি ভারতকে। শ্রেয়স আইয়ার ছাড়া টপ অর্ডারের প্রত্যেকেই ভালো রান করেছেন। ফর্মে থাকা অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৪৮ রান, শুভমন গিল করেছেন ৫৩ রান। তবে ম্যাচের হিরো বিরাট কোহলি। ভারতকে জিতিয়ে ১০৩ রানে অপরাজিত থেকেছেন তিনি।