iLeague: জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ টিম মহামেডানের

Team Mohammedan SC

আইলিগে (iLeague) টানা দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখার পর ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) । ন্যারোকা এফসিকে ৩-১ গোলে হারিয়ে লিগে বাউন্সব্যাক করেছে সাদা কালো শিবির।

আগামী রবিবার ফের একবার ঘরের মাঠে খেলতে নামছে সেখ ফৈয়াজরা, তবে এবার প্রতিপক্ষ পাল্টে গিয়েছে।মহামেডান নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ট্রাউ এফসির বিরুদ্ধে। ইতিমধ্যে ফাসলুদের বিপক্ষ দল আইলিগে প্রথম ম্যাচ ড্র করেছে এবং দ্বিতীয় ম্যাচ জিতেছে এবং বৃ্হস্পতিবার তারা খেলতে নামছে শ্রীনিধী ডেকান এফসির বিরুদ্ধে, হায়দরাবাদে।এখনও পর্যন্ত লিগে সাদা কালো শিবিরের প্রতিপক্ষ দল একটা ম্যাচও হারেনি এবং শ্রীনিধী ডেকান এফসির জালে বিপক্ষ টিম একটি মাত্র বল জালে জড়াতে পেরেছে।

   

অন্যদিকে, মহামেডান এফসি গত বুধবার ন্যারোকার বিরুদ্ধে জিতলেও জয়ের ধারাবাহিকতা এবং ডিফেন্স, মাঝমাঠ এবং আপফ্রন্টে শূন্যতার অভাবে ধুঁকছে।

গোল খাওয়ার নিরিখে প্রতিপক্ষ ট্রাউ এফসির থেকে পিছিয়ে কোচ আন্দ্রে চেরনশিভের ছেলেরা।ইম্ফলের ক্লাব দলের বিরুদ্ধে জিতলেও এক গোল হজম করতে হয়েছে।রাউন্ডগ্লাস পাঞ্জাব এবং গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে একটি করে বল মহামেডানের জালে জড়িয়েছে।ডিফেন্স যে মহামেডান এসসিকে খেলায় বেগ দিয়েছে তা পরিস্কার।তাই ঘরের মাঠে তিন পয়েন্ট পেলেও সাদা কালো শিবিরের ভক্তদের অস্বস্তির কাটা রয়েই যাচ্ছে টিমের রক্ষণ বিভাগ নিয়ে।গোল করে ফের গোল হজম করলে তা জয়ের ধারাবাহিকতার পথে কাটা হয়ে দাঁড়ায়। তাই ঘর সামলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা এই মুহুর্তে বড় চ্যালেঞ্জ মহামেডান স্পোটিং ক্লাবের সামনে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন