iLeague: চার্চিল ম্যাচের আগে বড় কথা শোনা গেল ওসমানের মুখে

Ousmane N Diaye

আইলিগে (iLeague) ২০২২-২৩ সেশনে মহামেডান স্পোটিং মঙ্গলবার গোয়ার মাটিতে খেলতে নামছে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। তার আগে মহামেডান ডিফেন্ডার ওসমানের (Ousmane N Diaye) প্রতিক্রিয়া ঘিরে রীতিমতো শোরগোল পরে গিয়েছে।

সোমবার সোশাল মিডিয়াতে ফুটবলার ওসমানে পোস্টে লিখেছে,’যদি সুখী জীবনযাপন করতে চাও, এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়’।চলতি লিগে সাদা কালো শিবির শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে ৪-৩ গোলে হেরে গিয়েছে।

   

লিগের প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখার পর ঘরের মাঠে মণিপুরের দুই ক্লাব দলের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয় ব্ল্যাক প্যাহ্নর্সদের টুর্নামেন্ট শুরুর ক্ষতে প্রলেপ এনেছিল।কিন্তু ডেকান অ্যারেনায় মুখ থুবড়ে পরে কোচ আন্দ্রে চেরনশিভের মহামেডান এসসি।

জয়ের ধারাবাহিকতার অভাবে ধুঁকতে থাকা মার্কাস জোসেফরা চার্চিলের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত।অন্যদিকে, আইলিগে চার্চিল ব্রাদার্স গত খেলায় আইজল এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।এরই সঙ্গে কেনক্রে এফসির বিরুদ্ধে ১-১,শ্রীনিদি ডেকানের বিরুদ্ধে ২-৩ গোলে হেরেছে চার্চিল।

এই অবস্থায় চার্চিল ব্রাদার্সের মাপুইয়া,রিচার্ডকে কিভাবে সামলাবে মহামেডানের ডিফেন্সের স্তম্ভ ওসমানে তা দেখার বিষয়। দু’দলের খেলাতেই জয়ের ধারাবাহিকতার অভাব থাকার কারণে এই ম্যাচ কঠিন হতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন