মোহনবাগানের আবেদন নিয়ে বিষ্ফোরক আইএফএ সচিব

গত মাসের শুরুতেই এবারের কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি রয়েছে সুপার সিক্সের লড়াইয়ের একাধিক ফুটবল ম্যাচ। যা আয়োজন করতে গিয়ে রীতিমতো…

IFA Secretary Anirban Dutta

গত মাসের শুরুতেই এবারের কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি রয়েছে সুপার সিক্সের লড়াইয়ের একাধিক ফুটবল ম্যাচ। যা আয়োজন করতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হওয়ার মতো অবস্থা বঙ্গীয় ফুটবল সংস্থার। ইতি মধ্যেই সুপার সিক্সের লড়াই থেকে দল তুলে নিয়েছে ভবানীপুর ও খিদিরপুর ফুটবল ক্লাব।

তবে কলকাতা ডার্বির দিকে নজর ছিল সকলের।যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর এই ডার্বি হওয়ার কথা থাকলে ও তা নিয়ে পরবর্তী সময়ে দেখা দেয় ধোঁয়াশা। একটা সময় শোনা গিয়েছিল, ওই সময় নাকি ম্যাচ খেলতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্টস। যার অন্যতম কারন হিসেবে দেখানো হয়েছিল ২রা ডিসেম্বরের হায়দরাবাদ ম্যাচ। তবে পরবর্তীতে ডার্বি হওয়ার ক্ষীন ইঙ্গিত দেখা গিয়েছিল।

সেইমতো মনে করা হচ্ছিল যে আগামী ৩০ তারিখ হয়ত নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হবে এই ফুটবল ডার্বি। তবে আজ নাকি মোহনবাগানের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয় যে এই ম্যাচে দল নামানো সম্ভব নয় তাদের পক্ষে। উল্লেখ্য, সবুজ-মেরুন ব্রিগেডের তরফ থেকে ২৫ নভেম্বরের মধ্যে কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচ গুলি আয়োজন করে শেষ করার কথা জানানো হয়েছিল। কিন্তু বাকিদের সাথে কথা বলে তা সম্পূর্ণ করা যায়নি। যারফলে, এমন সিদ্ধান্ত নিতে হয় তাদের। তাই টুর্নামেন্টের সূচী সংক্রান্ত বিষয় নিয়ে ও দেখা দিয়েছিল সমস্যা। আসলে অনেকেই বলতে শুরু করেছিলেন যা তাহলে কি দুই টুর্নামেন্টের সময় সূচী না দেখেই সাজানো হয়েছিল প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ?

এসবের মাঝেই এবার ডার্বি প্রসঙ্গে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বান দত্ত। তিনি বলেন, আমরা আগেই চিঠি দিয়েছি। আমাদের পক্ষে ডার্বি পিছিয়ে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে, ৩০ তারিখ ডার্বি খেলতে নারাজ বাগান ব্রিগেড। তবে দিন যে আর পরিবর্তন হবে না তা স্পষ্ট করে দিয়েছে আইএফএ। এই পরিস্থিতিতে আদৌ কি মাঠে দেখা যাবে সবুজ-মেরুনকে? সেটাই এখন বড় প্রশ্ন।