Uttarkashi: উত্তরকাশীতে উদ্ধার অভিযান শেষ, ৪১ শ্রমিক জীবন নিয়ে বাইরে এলেন

উদ্ধার অভিযান শেষ। সবাই বেঁচে ফিরলেন। উত্তরকাশীতে (Uttarkashi) উন্মাদনা। টানা ১৬দিন ভয়াল ধসের নিচে ৪১ জন শ্রমিকের জীবন নিয়ে টানাটানি ভবিষ্যতে হিমালয় অঞ্চলে প্রকৃতিতে অবজ্ঞা…

উদ্ধার অভিযান শেষ। সবাই বেঁচে ফিরলেন। উত্তরকাশীতে (Uttarkashi) উন্মাদনা। টানা ১৬দিন ভয়াল ধসের নিচে ৪১ জন শ্রমিকের জীবন নিয়ে টানাটানি ভবিষ্যতে হিমালয় অঞ্চলে প্রকৃতিতে অবজ্ঞা করে টানেল বা কোনও পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি অশনি সংকেত উদাহরণ হয়ে থেকে গেল।

uttarkashi

   

১৬ দিন আগে যে ধস নেমেছিল উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের কাজ চলাকালীন তাতে চাপা পড়া শ্রমিকরা মঙ্গলবার সবাই বের হতে পারলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকের জন্য একটি বার্তা দেন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “যারা টানেলে আটকে পড়েছিলেন আমি তাদের বলতে চাই যে আপনাদের সাহস এবং ধৈর্য সবাইকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। এটা অত্যন্ত তৃপ্তির বিষয় যে দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই বন্ধুরা এখন তাদের প্রিয়জনের সাথে দেখা করতে পারবেন। এই চ্যালেঞ্জিং সময়ে এই সমস্ত পরিবার যে ধৈর্য ও সাহস দেখিয়েছে তা প্রশংসনীয়।”

টানা ১৬ দিন ধসের তলায় থাকা ৪১ জন শ্রমিক জীবন মৃত্যুর ভয়াবহ গুহা থেকে বেরিয়ে আসার পর তাদের শরীরে যে কোনওরকম অসুবিধা হতে পারে। চিকিৎসকরা সব পরীক্ষা করেছেন। এবার এইমসের বিশেষ চিকিৎসা হবে। প্রাথমিকভাবে জানা গেছে মোটামুটি সব শ্রমিকরা সুস্থ। তবে তাদের চিকিৎসা পর্যবেক্ষণ জরুরি। কারণ, গত ১৬টি দিন প্রবল মানসিক চাপ ও ধসের তলায় বদ্ধ পরিবেশে তারা ছিলেন। এই শ্রমিকদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের।