আশঙ্কা সত্যি হল। রাজনৈতিক অস্থিরতায় দোদুল্যমান বাংলাদেশ থেকে সরেই গেল মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আসর (T20 Women’s World Cup)।
বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দিল্লি থেকে হাসিনা দেখছেন অসহায় ইউনূসের সরকার, বাংলাদেশ শিক্ষামন্ত্রক ‘দখল’ নিল পড়ুয়ারা
গত ৫ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের ধাক্কায় পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। তিনি ভারতে আশ্রিত। বাংলাদেশে চলছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে গণবিক্ষোভ পরবর্তী বাংলাদেশ অশান্ত। ক্ষমতাচ্যুত হাসিনার ক্যাবিনেট সদস্য, নেতাদের গণপিটুনিতে মারা হচ্ছে। কেউ কেউ আত্মগোপনে। কেউ ধরা পড়ে জেলে।
বাংলাদেশে উচ্চমাধ্যমিক অনিশ্চিত, ছাত্র আন্দোলনে কাঁপছে ড. ইউনূসের সরকার
রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আত্নগোপনে আছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। এই পরিস্থিতিতে বিসিবির তারফে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে পরামর্শ চেয়ে আইসিসির কাছে আবেদন করা হয়েছিল। আইসিসি এই ক্রীড়াসূচি বাতিল করেছে।
আইসিসি সূত্রে খবর, ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়।