আমি আরও বেশি গোল করতে চাই: ফুটবলার মনবীর সিং

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATKমোহনবাগান ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে ফেলেছে।এই ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতেছে,১ ম্যাচ ড্র এবং দুম্যাচ হেরে গিয়েছে সবুজ মেরুন শিবির।…

Manvir Singh

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATKমোহনবাগান ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে ফেলেছে।এই ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতেছে,১ ম্যাচ ড্র এবং দুম্যাচ হেরে গিয়েছে সবুজ মেরুন শিবির। মেরিনার্সরা নিজেদের গত ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে।

Advertisements

গোয়ার বিরুদ্ধে এই হারের জেরে প্রীতম কোটালদের লিগ টপার হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে এখন তারা পয়েন্ট টেবলে ৬ নম্বরে।আগামী শনিবার,ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কিয়ান নাসিরিরা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নিতে চাইছে লিগ টেবলে ওপরে উঠে আসার জন্য।এমন আবহে ATKমোহনবাগানের সেন্ট্রাল ফরোয়ার্ড মনবীর সিং বলেন,”আমার টার্গেট গত মরসুমের থেকে বেশি গোল করা।”

   

ISL মিডিয়া টিমের সঙ্গে সাক্ষাৎকার সেশনে মনবীর বলেন,”আমি নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি,আমি মনে করি প্র‍্যাকট্রিসে একশো শতাংশ উজাড় করে দিলে,ম্যাচে আমি ওটাই রিটার্ন পাবো।”

মনবীরের কথায়,”আমার পরিবার আমাকে সব সময় পাশে থেকে সমর্থন করে,আমার বাবাও একজন পেশাদার ফুটবলার ছিলেন।ওনাকে দেখেই আমার ফুটবল খেলা শুরু।”

Advertisements

ওই সাক্ষাৎকারে ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো টিমের গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীরের প্রশংসা করতে গিয়ে বলেন,”সঠিকভাবে মাঠে ও অনেক কাজ করে,চাপ নেওয়ার অসম্ভব ক্ষমতা আছে।”এরই সঙ্গে ফেরান্দো যোগ করে বলেন,”মনবীর ট্রেনিং নিতে ভালবাসে,অনেক কাজ করতে ভালবাসে, আমি মনে করি গোটা টিমের কাছে এটা একটা ভালো উদাহরণ। “

প্রসঙ্গত,হায়দরাবাদ এফসি ম্যাচের আগে সবুজ মেরুন শিবিরের ফোকাস এখন কিভাবে ফিরে আসা যায় তা নিয়ে।হায়দরাবাদ টানা ৬ ম্যাচ জিতে কেরালার ব্লাস্টার্স এফসির কাছে নিজেদের গত ম্যাচ ১-০ গোলে হেরে গিয়েছে।ফলে নিজামর্সরাও চাইবে ঘরের মাঠে মেরিনার্সদের হারিয়ে নিজেদের বিজয় রথের চাকা এগিয়ে নিয়ে যেতে।দুদল যখন তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামতে চলেছে,তখন এই ম্যাচ উভয়ের কাছেই কঠিন হতে চলেছে।গত ISL’র ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন লিগ টপার কেরালার বিরুদ্ধে হেরে গেলেও, তাই নিজামর্সরা চাইছে না নিজেদের শীর্ষস্থান হারিয়ে ফেলতে।