Rohit Sharma: চেন্নাই সুপার কিংসে কি নেতৃত্ব দেবেন রোহিত?

রোহিত শর্মার (Rohit Sharma) প্রাক্তন সতীর্থ আম্বাতি রায়াডুর মন্তব্যে শোরগোল। প্রাক্তন এই ভারতীয় ব্যাটার একটি সাক্ষাৎকারে জানালেন নিজের মনে কথা। তাঁর ইচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত…

Rohit Sharma nita ambani

রোহিত শর্মার (Rohit Sharma) প্রাক্তন সতীর্থ আম্বাতি রায়াডুর মন্তব্যে শোরগোল। প্রাক্তন এই ভারতীয় ব্যাটার একটি সাক্ষাৎকারে জানালেন নিজের মনে কথা। তাঁর ইচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দিন।

রায়াডু একটি সাক্ষাৎকারে বলেন, ”রোহিত শর্মা আরও পাঁচ-ছয় বছর আইপিএ খেলতেই পারেন। আর অধিনায়কত্ব করতে চাইলে সেতাও তিনি অনায়াসে করতে পারেন। ও যেখানে যে দলকে খুশি নেতৃত্ব দিতে পারে। আমি চাই ২০২৫ মরশুমে রোহিত সিএসকের হয়ে খেলুক। আর এমএস অবসর নিলে ও দলকে নেতৃত্বও দিক।”

প্রসঙ্গত এই বছর বিরাট অর্থমূল্যে গুজরাত টাইটানস থেকে মুম্বই-এ ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আবার অনেকেই মনে করছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এইবারই শেষ আইপিএল খেলবেন ক্যাপ্টেন কুল। ইতিমধ্যে তাঁর বয়স বিয়াল্লিশ ছুঁয়েছে। তাই সামনের মরশুমে কি তাঁকে আবার হলুদ জার্সিতে দেখা যাবে সেই নিয়ে যথেষ্ট সংশয় থাকছে।

ভারতীয় প্রাক্তন ব্যাটার আম্বাতি রায়াডুর একসময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন। শুধু তাই নয় খেলছেন মুম্বই ইন্ডিয়ানের হয়েও। এইবছর আইপিএল শুরু হচ্ছে আগামী ২২শে মার্চ থেকে।