I League : তারকা বিদেশিদের টপকে প্রথম স্থানে এই ভারতীয় ফুটবলার

এবারের আই লিগে (I League) বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার নজর কেড়েছেন। কিছু ক্ষেত্রে বিদেশি ফুটবলারদের থেকে এগিয়ে রয়েছেন তরুণ তুর্কিরা। এমিল বেনি যার মধ্যে অন্যতম।

Advertisements

আই লিগ পরিংখ্যান অনুযায়ী তিনটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন এমিল। অর্থাৎ তাঁর নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্ট। এই বিভাগে সবার আগে রয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের নিকোলা স্টোজনভিক। সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।

অন্য দিকে গুরুত্বপূর্ণ পাস বাড়ানোর ক্ষেত্রে টুর্নামেন্টে সবার আগে রয়েছেন গোকুলাম কেরালার এমিল বেনি। এখনও পর্যন্ত একুশটি ‘কি পাস’ তিনি বাড়িয়েছে । এ ব্যাপারে মহামেডানের দুই তারকা বিদেশি পিছনে ফেলে দিয়েছেন। নিকোলা এবং মার্কোস জোসেফ ২০ টি কি পাস বাড়িয়েছে। রাউন্ড গ্লাস পাঞ্জাবের অস্ট্রেলিয়ান তারকা ট্রভিস মেজরও কুড়িটি উল্লেখযোগ্য পাস বাড়িয়েছেন।

Advertisements

চলতি আই লিগের অন্যতম আলোচিত ফুটবলার। অনেকের প্রত্যাশার থেকে ভালো খেলছেন এমিল। টুর্নামেন্ট সেরার হওয়ার দৌড়ে সবার আগে থাকা গোকুলাম কেরালা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। আগামী মরশুমে তাঁকে ইন্ডিয়ান সুপার লিগের কোনো দলে দেখলে অবাক হবেন না ফুটবল প্রেমীরা।